দলীয় নেতৃবৃন্দ বরণ করে নিলেন ১ম পদায়ন ও যোগদানকারী এসিল্যান্ড কে।
ময়মনসিংহের তারাকান্দা উপজেলাটির পূর্নাঙ্গরূপ লাভ করলেও বড় একটি সমস্যা ছিলো ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে জটিলতা।ক্রমান্বয়ে সকল পদ সৃষ্টি ও পদায়ন হলেও সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড পদটি শূন্যতার জন্য বা পদায়ন না হওয়ায় ফুলপুর উপজেলায় জমির নামজারি খারিজ, পরিমাপ সহ অন্যান্য কাজে ফুলপুর যেতে হতো,আর একজন এসিল্যান্ড ২টি উপজেলার কাজ করতে গিয়ে সময়ক্ষেপণ সহ সুবিধাভোগীদের পড়তে হতো নানান বিড়ম্বনায়।দিনের পর দিন আটকে থাকতো ফাইল! যার ফলে জমি কেনাবেচায় নেমে এসেছিলো একধরণের স্থবিরতা।
সেখান থেকে এলাকার জনসাধারণকে মুক্তি দিতে বিষয়টি জরুরি…