রুহিয়ায় এতিমখানায় শীতবস্ত্র বিতরণ করলেন- মানবিক দৃষ্টিভঙ্গি ফাউন্ডেশন।
আকাশ রহমান,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
(৪ ডিসেম্বর) শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলা রুহিয়ায় থানাধীন খানকায়ে মহেব্বিয়া কমপ্লেক্স হাফেজিয়া মাদ্রাসা ও দ্বীনিয়া এতিমখানায় সকল বাঁচাদের মাঝে ২০ টি উন্নত মানের শীতের হুডি এবং কম্বল বিতরণ করা হয় ।
উক্ত অনুষ্ঠানে আলহাজ্ব মনসুর আলীর সভাপতিত্বে ও মানবিক দৃষ্টিভঙ্গি ফাউন্ডেশন বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি তুখলেফুল মেয়াদ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, মহেবীয়া খানকায়ে কমপ্লেক্স এর সভাপতি আলহাজ্ব ডাঃ মোঃ ইব্রাহিম জামান,খানকায়ে মহেব্বিয়া কমপ্লেক্স হাফেজিয়া দ্বীনিয়া মাদ্রাসা ও এতিমখানার সহসভাপতি আলহাজ্ব তাহের আলী, মোছাঃ আছমা উল হোসনা সমাজ কর্মী সহ খানকায়ে মহেব্বিয়া কমপ্লেক্স হাফেজিয়া দ্বীনিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক হাফেজ মাওলানা মোঃ ইসানুর সহ প্রমুখ।
বিতরণ শেষে মানবিক দৃষ্টিভঙ্গি ফাউন্ডেশনের ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি তুখলেফুল মেয়াদ সাংবাদিকদের বলেন, মানবিক দৃষ্টিভঙ্গি ফাউন্ডেশন সকল অসহায় গরিব ভূমিহীন মানুষের পাশে আছে সবসময় থাকবে।
আমরা দীর্ঘদিন ধরে মানুষের সেবা করে আসতেছি তবে অসহায়, গরিব, ভূমিহীন মানুষের পাশে থাকতে হলে বিভিন্ন আর্থিক ভাবে সকালের সহায়তা প্রয়োজন। আমরা যতদুর পারি সহায়তা করি কিন্তু দেশের সকল বৃত্তবান মানুষ গুলো যদি এই অসহায়, গরিব, ভূমিহীন মানুষের পাশে থাকে তাহলে হয়তো দেশের সকল অসহায় মানুষ রাস্তা ঘাটে পড়ে ও না খেয়ে থাকবে না।
তিনি সকল ধনী ও বৃত্তবানকে এই অসহায়, গরিব,ভূমিহীন,মানুষের পাশে থাকার জন্য অনুরোধ জানায়।