স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ : আবারো ময়মনসিংহ ডিবি পুলিশ জেলায় শ্রেষ্ট্র পুরস্কার পেয়েছে।ময়মনসিংহ পুলিশ লাইন্স কনফারেন্স হলে এ পুরস্কার প্রাপ্ত হয় ডিবি পুলিশ। ডিসেম্বর/১৯ মাসের মাসিক কল্যাণ সভায় বৃহস্প্রতিবার পুরস্কার দেয়া হয়। সভার সভাপতি মোঃ শাহ আবিদ হোসেন (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) এ পুরস্কার দেন ।
অনুষ্ঠানে নভেম্বর/২০১৯ মাসের উত্তম, ভাল ও সফল কাজের জন্য নিষ্ঠাবান ও পরিশ্রমী অফিসারদের উত্তম পুরস্কারে ভূষিত করা হয়। এ সময় ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার এস এ নেওাজী, আল আমিনসহ সকল পর্যায়ের সদস্যসহ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে মাদক উদ্ধার, মাদক ব্যবসায়ীদের গ্রেফতার, একাধিক গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, ক্লুলেস মামলার রহস্য উদঘাটনসহ বিভিন্ন কমকান্ডে সফলতায় ডিবি পুলিশ দায়িত্বশীলতার পরিচয় বহন করায় ওসি শাহ কামাল আকন্দ সহ একাধিক কমকর্তাকে সনদ, ক্রেষ্ট প্রদান সহ আথিকভাবপ পুরস্কৃত করা হয়।
ডিবির ওসি শাহ কামাল আকন্দ, সেকেন্ড অফিসার আনোয়ার হোসেন, এসআই আঃ মজিদ, আক্রাম হোসেন, পরিমল চন্দ্র সরকার, কনস্টেবল আবু সামা পুরস্কারপ্রাপ্ত হন।