বদরুল আমীন, ময়মনসিংহ প্রতিনিধিঃ
একটি প্রতারক চক্র দীর্ঘদিন যাবত বিভিন্ন পত্রিকায় “পাত্র চাই” আকর্ষণী ও লোভনীয় অফার দিয়ে বিজ্ঞাপন প্রকাশ করে দেশের বিভিন্ন স্থানে সহজ সরল লোকদের ডেকে নিয়া আটক করে মুক্তিপন আদায় করে আসছে।
এরূপ একটি সংবাদ জেলা পুলিশ সুপার নিকট আসলে, তিনি বিষয়টি গুরত্ব দিয়ে ডিবি ওসি’কে দায়িত্বভার প্রদান করলে, এই চক্রের সদস্যদের সনাক্ত পূর্বক গ্রেফতারের জন্য ডিবি’র টিমকে নির্দেশ প্রদান করলে, এসআই(নিঃ) পরিমল চন্দ্র সরকার সংগীয় অফিসার ফোর্সসহ ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ থানায় অভিযান পরিচালনা করে ইং ০৩/১২/১৯ তারিখ গৌরীপুর থানার মধ্যবাজার থেকে প্রতারক চক্রের অন্যতম সদস্য মোঃ সারোয়ার উদ্দিন ভূইয়া(২৮), অাটক করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানার মামলা নং-০৫ তারিখ-০৩/১২/১৯ ইং রুজু হয়। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদাতে প্রেরন।