English|Bangla আজ ২রা আগস্ট, ২০২১ খ্রিস্টাব্দ, সোমবার রাত ১:৪১
শিরোনাম
পত্নীতলায় প্রধানমন্ত্রীর উপহার শিশু খাদ্য বিতরণসাপাহারে ভুয়া কবিরাজের চিকিৎসায় হাত হারাতে বসেছে সাত বছরের শিশু!পলাশবাড়ীতে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতনাগেশ্বরী কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন মোহাম্মদ অাব্দুল অাউয়ালকুড়িগ্রামে মোবাইলে অনলাইনে গেম খেলায় ১১ শিক্ষার্থী আটক- মুচলেকায় অভিভাবকের কাছে হস্তান্তরডিসিসিআই’র আয়োজনে ” সাস্টেইনএবল রিভার ড্রেজিং: চ‍্যালেঞ্জেস এন্ড ওয়ে ফরওয়ার্ড ” শীর্ষক অনলাইন আলোচনা সভায় নৌ প্রতিমন্ত্রীখানসামায় লকডাউন বাস্তবায়নে চলছে এসিল্যান্ড এর বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ অভিযানচাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ১, শনাক্ত ২৭বান্দরবানে টানা বর্ষণে পানিবন্দী মানুষের মাঝে খাবার পৌঁছে দিল সেনাবাহিনীচট্রগ্রাম নগরীর আগ্রাবাদে নারী ছিনতাইকারী গ্রেফতার

ময়মনসিংহে জেএমবির দুই সদস্য আটক

শফিউর রহমান সেলিম, ময়মনসিংহ প্রতিনিধি :

ময়মনসিংহ নগরীর দিঘারকান্দা বাইপাস আকিজ পেট্রোল পাম্পের পিছনে একটি নির্মাণাধীন বাড়ী থেকে দুই জেএমবি সদস্যকে আটক করেছে র‌্যাব-১৪। এ সময় তাদের কাছ থেকে জিহাদী ও উগ্রবাদী বই, লিফলেট উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪ সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
আটকরা হলো- আয়াতুল্লা আল কাদির (১৯) ও আবু আব্দুল্লাহ মোঃ সোয়াইব (২৫)।

আয়াতুল্লা আল কাদিদের বাড়ি নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় এবং সোয়াইবের বাড়ী চট্রগ্রামের লোহাগড়া উপজেলায়।

সংবাদ সম্মেলনে র‌্যাব-১৪ এর র‌্যাব-১৪ অধিনায়ক লেঃ কর্ণেল এফতেখার উদ্দিন জানান, গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যারের একটি দল রাতেই নগরীর দিঘারকান্দা বাইপাস আকিজ পেট্রোল পাম্পের পিছনে অভিযান চালায়।

এসময় একটি নির্মাণাধীন বাড়িতে তারা গোপন বৈঠকের সময় অভিযান চালিয়ে তদের আটক করে। এসময় তাদের নিকট থেকে কয়েকটি উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করে। পরে র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র সক্রিয় সদস্য বলে স্বীকার করেন বলেও জানান তিনি।

সংবাদ সম্পর্কে আপনার মতামত দিন
তুমি এটাও পছন্দ করতে পারো