সুমন মোহনপুর (রাজশাহী) প্রতিনিধিঃ
মোহনপুরে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।গতকাল শনিবার সকালে এ উপলক্ষে সাঁকোয়া বধ্যভূমিতে পুস্পস্তবক অর্পণ শেষে দোআ অনুষ্ঠিত হয়।
এতে অংশগ্রহন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট আবদুস সালাম, উপজেলা নির্বাহি অফিসার সানওয়ার হোসেন, কেশরহাট পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্মসম্পাদক শহিদুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহেবুব হাসান রাসেল, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহম্মেদ, মুক্তিযোদ্ধা কমাণ্ডার সিদ্দিকুর রহমান, কেশরহাট পৌরসভার প্যানেল মেয়র রুস্তম আলী প্রামাণিকসহ অনেকে।
এছাড়াও কেশরহাট ডিগ্রি কলেজ, কেশরহাট মহিলা কলেজ, কেশরহাট উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন সংগঠন দোআ এবং আলোচনাসভার আয়োজন করে।