মোহনগঞ্জ প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি জিয়া ও ইউসুফ সাধারণ সম্পাদক পদে বিজয়ী
মোঃ আজহারুল ইসলাম মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন। ত্রিবার্ষিক এ নির্বাচনে মোঃ মোস্তফা কামাল (জিয়া) সভাপতি, সৈয়দ ইউসুফ আলী সাধারণ সম্পাদক এবং মোঃ মেহেদী হাসান ফরিদ সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ৯ টা থেকে
বিকাল ৩ টা পর্যন্ত মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শামছুল হক মিলনায়তনে ভোট গ্রহন চলে। মোট ৪৭৪ জন ভোটারের মধ্যে ৪৬৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। পরে ভোট গণনা শেষে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মোহনগঞ্জ পৌর সভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট লতিফুর রহমান রতন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে বুলবুল- ইউসুফ পরিষদ ও জিয়া- বাবলু পরিষদ এ দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বীতা করছে। ৩১ টি পদের বিপরীতে প্রতি প্যানেলে ৩১ জন করে
মোট ৬২ জন প্রার্থী এ নির্বাচনে অংশ গ্রহন করছেন। এর মধ্যে বুলবুল-ইউসুফ পরিষদ থেকে ২১ জন ও জিয়া বাবলু পরিষদ থেকে ১০ জন নির্বাচিত হয়েছেন।