মোহনগঞ্জ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
মোঃ আজহারুল ইসলাম, মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার মোহনগঞ্জ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে ২০২০ ইং শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ(২৪ শে ডিসেম্বর) সকাল ১০টায় উক্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষকের সাথে কথা বলে জানা যায়, উপজেলার একমাত্র সরকারী এই উচ্চ বিদ্যালয়টিতে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য ৮৩৯ জন শিক্ষার্থী ভর্তিযোদ্ধে অংশগ্রহন করেছে।
দুই শিফটে মোট ২৪০ জন শিক্ষার্থী নেওয়া হবে। এর মধ্যে ৫ জন করে মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ও শিক্ষক -কর্মচারী কোটায় ভর্তি হওয়ার সুযোগ পাবে।
তিনি আরো জানান, আগামী কাল বিকালে উক্ত বিদ্যালয়ের প্রাঙ্গণে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে।