English|Bangla আজ ২রা আগস্ট, ২০২১ খ্রিস্টাব্দ, সোমবার রাত ২:৩০
শিরোনাম
পত্নীতলায় প্রধানমন্ত্রীর উপহার শিশু খাদ্য বিতরণসাপাহারে ভুয়া কবিরাজের চিকিৎসায় হাত হারাতে বসেছে সাত বছরের শিশু!পলাশবাড়ীতে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতনাগেশ্বরী কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন মোহাম্মদ অাব্দুল অাউয়ালকুড়িগ্রামে মোবাইলে অনলাইনে গেম খেলায় ১১ শিক্ষার্থী আটক- মুচলেকায় অভিভাবকের কাছে হস্তান্তরডিসিসিআই’র আয়োজনে ” সাস্টেইনএবল রিভার ড্রেজিং: চ‍্যালেঞ্জেস এন্ড ওয়ে ফরওয়ার্ড ” শীর্ষক অনলাইন আলোচনা সভায় নৌ প্রতিমন্ত্রীখানসামায় লকডাউন বাস্তবায়নে চলছে এসিল্যান্ড এর বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ অভিযানচাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ১, শনাক্ত ২৭বান্দরবানে টানা বর্ষণে পানিবন্দী মানুষের মাঝে খাবার পৌঁছে দিল সেনাবাহিনীচট্রগ্রাম নগরীর আগ্রাবাদে নারী ছিনতাইকারী গ্রেফতার

মেহেন্দীগঞ্জে ভেসে এলো ৯ লাশ—সবাই চরফ্যাশনের জেলে

বরিশা‌লের মে‌হে‌ন্দিগ‌ঞ্জের নদী থে‌কে ৯ জে‌লের লাশ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। সোমবার রা‌তে উপ‌জেলার মাসকাটা নদীর বাহাদুরপুর এলাকা থে‌কে ভাসমান অবস্থায় এই লাশ উদ্ধার করা হয়।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে মে‌হে‌ন্দিগঞ্জ থানা পুলি‌শের ও‌সি আবিদুর রহমান জানান, বাহাদুরপুর এলাকা থে‌কে ওই ৯ জে‌লের লাশ উদ্ধার করা হ‌য়ে‌ছে।

ধারণা করা হ‌চ্ছে ভোলায় ঝ‌ড়ের মু‌খে ট্রলার ডু‌বির ঘটনায় নি‌খোজ হওয়া জে‌লে এরাই।

উদ্ধার হওয়া মরদেহগু‌লো ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার আবুবক্করপুর এলাকার কামাল দালাল (৩৫), একই এলাকার মফিজ মাতুব্বর (৩৫), নূরাবাদ এলাকার হাসান মোল্লা (৩৮), একই এলাকার নুরুন্নবী বেপারী (৩০), ফরিদাবাদ এলাকার নজরুল ইসলাম (৩৫), একই এলাকার কবির হোসেন (৪০), আব্দুল্লাহপুর এলাকার মো. বিল্লাল (৩২), চরফ্যাশন থানার উত্তর শিবা এলাকার আব্বাস মুন্সি (৪৫), একই এলাকার রফিক বিশ্বা‌স (৫৫) এর ব‌লে প্রাথ‌মিকভা‌বে নি‌শ্চিত হওয়া গে‌ছে।

জানা গে‌ছে, আ‌গের দিন রোববার আ‌রেক‌টি লাশ উদ্ধার হ‌য়ে‌ছিল। এ নি‌য়ে মোট লা‌শের সংখ্যা ১০এ দা‌ড়ি‌য়ে‌ছে।

গত রোববার ঘু‌র্ণিঝড় বুলবুল চলাকা‌লে চাঁদপুর থে‌কে ভোলার চরফ্যাশন যাওয়ার প‌থে নৌকাডু‌বি‌তে বেশ ক‌য়েকজন জে‌লে নি‌খোঁজ হ‌য়ে‌ছিল।

এ‌দের সবার বা‌ড়ি ভোলার চরফ্যাশনের নুরাবা‌দের আব্দুল্লাহপু‌রে।

সংবাদ সম্পর্কে আপনার মতামত দিন
তুমি এটাও পছন্দ করতে পারো