মুজিব ১০০ কোয়ালিটি ক্রিকেট টুনামেন্টে ব্রাদার্স ও বাঁশখালী ক্রিকেট একাডেমির জয়
মোহাম্মদ এরশাদ ক্রীড়া প্রতিবেদকঃ
মুজিব ১০০ কোয়ালিটি অনূর্ধ্ব ১৫ টি- টোয়েন্টি ক্রিকেটের ৬ষ্ট দিনে দুইটি খেলা অনুষ্ঠিত হয়, প্রথম খেলায় রিচ ব্রাদার্স ক্রিকেট একাডেমি ৭৪ রানে আফতাব আহমেদ ক্রিকেট একাডেমি গ্রীনকে হারিয়েছে,
টসে জিতে রিচ ব্রাদার্স ক্রিকেট একাডেমি প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৮৮ রান সংগ্রহ করে, ১৮৯ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে আফতাব আহমেদ ক্রিকেট একাডেমি গ্রীন সব কয়েকটি উইকেট হারিয়ে ১১৪ রানে থেমে যায়, ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার লাভ করে রিচ ব্রাদার্স ক্রিকেট একাডেমি খেলোয়াড় ফিহাব, তার হাতে পুরস্কার তুলে দেন ইস্টার্ন গ্রুপ পরিচালক সাবেক ক্রিকেটার কোয়ালিটি স্পোর্টসের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম।
২য় খেলায় আফতাব আহমেদ ক্রিকেট একাডেমিকে ৪ উইকেটে বাঁশখালী ক্রিকেট একাডেমি পরাজিত করে কোয়াটার ফাইনাল নিশ্চিত করে বাঁশখালী ক্রিকেট একাডেমি।
টসে জিতে ব্যাটিং করতে নামলে আফতাব আহমেদ ক্রিকেট একাডেমি নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮১ রান
রান সংগ্রহ করতে সক্ষম হয় আফতাব আহমেদ ক্রিকেট একাডেমি, দলের হয়ে আবিদ ২৭, জন্ন ৫৪, লাব্বি ২৩, নাফিম ৪১ রান করেন।বাঁশখালী ক্রিকেট একাডেমির হয়ে শোয়াইবুল ইসলাম ,সাইমন উদ্দিন ইকন ও মোঃ শাজাহান ২টি করে উইকেট লাভ করে।
লক্ষ্য তাড়া করতে নেমে সাইমন উদ্দিন ইকনের দুর্দান্ত হাফ সেঞ্চুরির সৌজন্যে ১৮.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাঁশখালী ক্রিকেট একাডেমি।দলের হয়ে সাইমন উদ্দিন ইকন৮২,সাইফুল ইসলাম ৩৮, মোঃ আজিম ৩৮*,রাকিব ১৯ রান করেন। আফতাব আহমেদ ক্রিকেট একাডেমির হয়ে সাব্বির ৪টি হাসান ও রাকিব ১টি করে উইকেট লাভ করে।খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়
এতে হাজরাতুজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ দবির উদ্দিন খাঁন প্রধান অতিথির হিসেবে উপস্থিত থেকে বাঁশখালী ক্রিকেট একাডেমীর খেলোয়াড় সাইমন উদ্দিন ইকনের হাতে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন।
এদিকে উক্ত ম্যাচে জয় লাভ করাই সকল খেলোয়াড়সহ উক্ত টিমের সকল কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন বাঁশখালী ক্রিকেট একাডেমির চেয়ারম্যান লায়ন শহিদুল মোস্তফা চৌধুরী মিজান