শামীম খাঁন, মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর সীমান্তের লেবুতলা মাঠের ভুট্টাক্ষেত থেকে তরিকুল ইসলাম (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে মহেশপুর থানা পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, আজ (১৮ ডিসেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার লেবুতলা সীমান্তে গরু ব্যবসায়ীর লাশ পাওয়া যায়। নিহত তরিকুল পাচপোতা গ্রামের আয়ুব আলীর ছেলে। আরো জানা যায়, তরিকুলসহ কয়েকজন ভারত থেকে গরু আনা-নেয়ার কাজ করতো।
এদিকে ৫৮ ব্যাটালিয়নের (বিজিবি) পরিচালক লে. কর্নেল কামরুল আহসান বলেন, কী কারনে তার মৃত্যু হয়েছে বিষয়টি এখনও জানা যায়নি। তবে ময়না তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।