নজরুল ইসালম জুয়েলঃ
গতকাল ৩ ডিসেম্বর রোজ মঙ্গলবার ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে মসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব-উল-আহসানের নেতৃত্বে চরপাড়া মোড় থেকে ভার্টিকাশর মোড় পর্যন্ত এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ফুটপাতে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয় এবং সংশ্লিষ্ট আইনে জরিমানাসহ সর্তক করা হয়, অভিযানকালে আরোও ছিলেন মসিক এর খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, জাভেদ ইকবাল, সার্ভেয়ার সিদ্দিক, সহযোগী মাসুম সহ সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক, আইনশৃংখলা রক্ষাবাহিনী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।