ভারতের পশ্চিমবাঙলার জনপ্রিয় চলচিত্র নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে বিয়েটা হতেও পারে, না-ও হতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অ’ভিনেত্রী মিথিলা।
দেশের একটি জাতীয় দৈনিকের সঙ্গে সাক্ষাৎকারে বৃহস্পতিবার এই মন্তব্য করেছেন তিনি।
ভারতের টাইমস অব ইন্ডিয়া পত্রিকার অনলাইন সংস্করণ থেকে জানা গেছে, আগামী বছর ২২ ফেব্রুয়ারি সৃজিত মুখার্জির সঙ্গে মিথিলার বিয়ে হচ্ছে। আবার মিথিলার বন্ধুর কাছ থেকে জানা গেছে, বিয়েটা ডিসেম্বরে হচ্ছে। কোনটা ঠিক?
এ ব্যাপারে মিথিলা বলেন, ‘পুরো ব্যাপারটি আমাদের একান্ত ব্যক্তিগত। আম’রা ব্যাপারটিকে ব্যক্তিগত রাখতে চাই। প্রাইভেসি বলে তো একটা শব্দ আছে। আমি এসব নিয়ে বলতে পছন্দ করি না। আমা’র আরও অনেক কাজ আছে। আর এসব কেন জনসমক্ষে বলতে হবে? যদি খুব প্রয়োজন হয়, তাহলে আমা’র পরিবার আর কাছের মানুষদের সঙ্গে শেয়ার করব।’
বিয়ে প্রসঙ্গে মিথিলা আরও বলেন, ‘এটা সারপ্রাইজ থাকুক।’ সারপ্রাইজটা কেমন হতে পারে? বললেন, ‘বিয়ে হতে পারে, না–ও হতে পারে। বিয়ে হলে জানতে পারবেন, না হলেও জানতে পারবেন।’
গত শুক্রবার গুলশানে আড়ংয়ের শোরুমে সৃজিত মুখার্জি ও মিথিলাকে কেনাকা’টা করতে দেখা গেছে। তখন তাঁদের সঙ্গে মিথিলার মেয়ে আইরাও ছিল। তাঁদের কেনাকা’টার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভা\’ইরাল হয়েছে। এ ব্যাপারে মিথিলা বললেন, ‘সৃজিত তখন ঢাকায় গিয়েছিলেন। আম’রা তো কেনাকা’টার জন্য কোথাও যেতেই পারি।’