English|Bangla আজ ২রা আগস্ট, ২০২১ খ্রিস্টাব্দ, সোমবার রাত ২:১৬
শিরোনাম
পত্নীতলায় প্রধানমন্ত্রীর উপহার শিশু খাদ্য বিতরণসাপাহারে ভুয়া কবিরাজের চিকিৎসায় হাত হারাতে বসেছে সাত বছরের শিশু!পলাশবাড়ীতে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতনাগেশ্বরী কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন মোহাম্মদ অাব্দুল অাউয়ালকুড়িগ্রামে মোবাইলে অনলাইনে গেম খেলায় ১১ শিক্ষার্থী আটক- মুচলেকায় অভিভাবকের কাছে হস্তান্তরডিসিসিআই’র আয়োজনে ” সাস্টেইনএবল রিভার ড্রেজিং: চ‍্যালেঞ্জেস এন্ড ওয়ে ফরওয়ার্ড ” শীর্ষক অনলাইন আলোচনা সভায় নৌ প্রতিমন্ত্রীখানসামায় লকডাউন বাস্তবায়নে চলছে এসিল্যান্ড এর বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ অভিযানচাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ১, শনাক্ত ২৭বান্দরবানে টানা বর্ষণে পানিবন্দী মানুষের মাঝে খাবার পৌঁছে দিল সেনাবাহিনীচট্রগ্রাম নগরীর আগ্রাবাদে নারী ছিনতাইকারী গ্রেফতার

বান্দরবানে মোটরসাইকেল ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে আহত ১

তপন চক্রবর্তী বান্দরবান জেলা প্রতিনিধিঃ

আহত সিএনজি চালকের নাম মোঃ কামাল হোসেন (৪২) পিতাঃ মোঃ নেয়াজুর রহমান সে জানান কেওছিয়া, সাতকানিয়া চট্টগ্রামের বাসিন্দা।

স্থানীয় সুত্রে জানাযায় ১৬(ডিসেম্বর) বেলা অনুঃ সাড়ে ৩টার সময় বান্দরবান কেরানিহাট সড়কের রেইচা কবরস্থান এলাকায় মটর সাইকেল সিএনজি মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

সুত্রে আরো জানযায় দুর্ঘটনা পরবর্তী মটর সাইকেল আরোহী মোঃ কামাল উদ্দীন(৫২) পিতাঃ মোঃ ইউনুস , ঠাকুরদিঘী, সাতকানিয়া,চট্টগ্রাম এর সাথে আলাপ চারিতা কালে মুখ থেকে মদের দুর্গন্ধ(মদ্যপ অবস্থায় ছিল) এবং তার নিকট ২ লিটার দেশীয় চোলাই মদ পাওয়া যায়।আহত সিএনজি চালকে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার প্রয়োজনে কর্তব্যরত চিকিৎসক চমেক হাসপাতালে প্রেরণের সুপারিশ প্রদান করেন।

বান্দরবান সদর থানা ডিউটি অফিসার এ এস আই মুজিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান দুর্ঘটনা কবলিত সিএনজি মটরসাইকেল, মটরসাইকেল আরোহী মোঃ কামাল উদ্দী্নের সাথে থাকা ২ লিটার দেশীয় চোলাই মদ সহ থানা হেফাজতে আছে।

আইনানুক ব্যবস্থা গ্রহন শেষে মহামান্য আদালতে প্রেরণ করা হবে।

সংবাদ সম্পর্কে আপনার মতামত দিন
তুমি এটাও পছন্দ করতে পারো