English|Bangla আজ ২৮শে নভেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ, রবিবার রাত ৩:৩০
শিরোনাম
খানসামায় আচরণবিধি লঙ্ঘন করে সরকারী স্কুলের শিক্ষকরা ইউপি নির্বাচনী প্রচারণায়নওগাঁর রাণীনগরে সাবেক এমপি ইসরাফিলের অবৈধ স্থাপনা অপসারণ করতে নোটিশঝালকাঠিতে স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার উদ্বোধনবকশীগঞ্জে একাধিক মিথ্যা মামলায় হয়রানির অভিযোগবালিজুড়ী ইউপি নির্বাচনে আ.লীগ মনোনীত প্রার্থী মির্জা ফকরুল ইসলামের মনোনয়ন পত্র জমামুম্বাইয়ে সন্ত্রাসী হামলার ১৩ বছর আজ। পাকিস্তান দূতাবাসের সামনে মানববন্ধন।তৃতীয় দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়ের পথে লাঙ্গল প্রার্থীরাঝালকাঠিতে প্রেসক্লাবের আয়োজনে “গল্পে গল্পে শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধ” শীর্ষক আলোচনা অনুষ্ঠিতঝালকাঠিতে স্বপ্নের আলো ফাউন্ডেশন’র এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরন বিতরণস্বাধীনতা পদকপ্রাপ্ত ডাঃ এম.আমজাদ হোসেনের নেতৃত্বে চিরিরবন্দরে মেডিকেল ক্যাম্প

বান্দরবানে মোটরসাইকেল ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে আহত ১

তপন চক্রবর্তী বান্দরবান জেলা প্রতিনিধিঃ

আহত সিএনজি চালকের নাম মোঃ কামাল হোসেন (৪২) পিতাঃ মোঃ নেয়াজুর রহমান সে জানান কেওছিয়া, সাতকানিয়া চট্টগ্রামের বাসিন্দা।

স্থানীয় সুত্রে জানাযায় ১৬(ডিসেম্বর) বেলা অনুঃ সাড়ে ৩টার সময় বান্দরবান কেরানিহাট সড়কের রেইচা কবরস্থান এলাকায় মটর সাইকেল সিএনজি মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

সুত্রে আরো জানযায় দুর্ঘটনা পরবর্তী মটর সাইকেল আরোহী মোঃ কামাল উদ্দীন(৫২) পিতাঃ মোঃ ইউনুস , ঠাকুরদিঘী, সাতকানিয়া,চট্টগ্রাম এর সাথে আলাপ চারিতা কালে মুখ থেকে মদের দুর্গন্ধ(মদ্যপ অবস্থায় ছিল) এবং তার নিকট ২ লিটার দেশীয় চোলাই মদ পাওয়া যায়।আহত সিএনজি চালকে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার প্রয়োজনে কর্তব্যরত চিকিৎসক চমেক হাসপাতালে প্রেরণের সুপারিশ প্রদান করেন।

বান্দরবান সদর থানা ডিউটি অফিসার এ এস আই মুজিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান দুর্ঘটনা কবলিত সিএনজি মটরসাইকেল, মটরসাইকেল আরোহী মোঃ কামাল উদ্দী্নের সাথে থাকা ২ লিটার দেশীয় চোলাই মদ সহ থানা হেফাজতে আছে।

আইনানুক ব্যবস্থা গ্রহন শেষে মহামান্য আদালতে প্রেরণ করা হবে।

সংবাদ সম্পর্কে আপনার মতামত দিন
তুমি এটাও পছন্দ করতে পারো