English|Bangla আজ ২রা আগস্ট, ২০২১ খ্রিস্টাব্দ, সোমবার রাত ৩:১০
শিরোনাম
পত্নীতলায় প্রধানমন্ত্রীর উপহার শিশু খাদ্য বিতরণসাপাহারে ভুয়া কবিরাজের চিকিৎসায় হাত হারাতে বসেছে সাত বছরের শিশু!পলাশবাড়ীতে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতনাগেশ্বরী কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন মোহাম্মদ অাব্দুল অাউয়ালকুড়িগ্রামে মোবাইলে অনলাইনে গেম খেলায় ১১ শিক্ষার্থী আটক- মুচলেকায় অভিভাবকের কাছে হস্তান্তরডিসিসিআই’র আয়োজনে ” সাস্টেইনএবল রিভার ড্রেজিং: চ‍্যালেঞ্জেস এন্ড ওয়ে ফরওয়ার্ড ” শীর্ষক অনলাইন আলোচনা সভায় নৌ প্রতিমন্ত্রীখানসামায় লকডাউন বাস্তবায়নে চলছে এসিল্যান্ড এর বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ অভিযানচাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ১, শনাক্ত ২৭বান্দরবানে টানা বর্ষণে পানিবন্দী মানুষের মাঝে খাবার পৌঁছে দিল সেনাবাহিনীচট্রগ্রাম নগরীর আগ্রাবাদে নারী ছিনতাইকারী গ্রেফতার

বাঁশখালী থানার বিশেষ অভিযানে ইয়াবা পাচারকারী নারীসহ আটক ৩

মোহাম্মদ এরশাদ, বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রাম বাঁশখালী থানার বিশেষ অভিযানে আজ ০১ ডিসেম্বর ২০১৯ রবিরার বিকাল ৫ ৩০ মিনিটের সময় বাঁশখালীর পোটখালী ব্রিজ থেকে দুইজন মহিলাসহ ৩ জনকে আটক করেছে বাঁশখালী থানার একদল চৌকস পুলিশ।

আটককৃতরা হলেন টেকনাফ থানাধীন রঙ্গীখালী স্কুল পাড়ার সানজিদা, একই থানাধীন কচু বণিয়া দক্ষিণ নয়াপাড়ার আম্বিয়া খাতুন, এবং একই থানাধীন রঙ্গীখালী স্কুল পাড়ার জামাল হোসেন। এই অভিযানটি বাঁশখালী থানার এস আই দীপকের নেতৃত্বে বাঁশখালী থানা একদল পুলিশ এদেরকে আটক করে থানায় নিয়ে আসে এস আই দীপক সিংহ জানাই বিকাল আনুমানিক চারটা থেকে চেক পোস্ট বসিয়ে তাদেরকে আটক করে নিয়ে আসা হয়। তাদের কাছ থেকে আটশ পিচ ইয়াবা সহ তাদেরকেে আটক করা হয়।

উক্ত ইয়াবা গুলোর আনুমানিক মূল্য দুই লক্ষ চল্লিশ হাজার টাকা বলে জানান তিনি।

এ ব্যাপারে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম মজুমদার মুঠোফোনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আটশ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে চলমান মাদকদ্রব্য আইন অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।

সংবাদ সম্পর্কে আপনার মতামত দিন
তুমি এটাও পছন্দ করতে পারো