ফেনী প্রেসক্লাবের নির্বাচন,দিলদার হোসেন স্বপন সভাপতি,শেখ ফরিদ সম্পাদক নির্বাচিত
এম এ মাজেদ ফেনী অফিসঃ
ফেনী প্রেসক্লাব নির্বাচনে চ্যানেল-২৪ এর জেলা প্রতিনিধি,দৈনিক দৃষ্টান্ত সম্পাদক দিলদার হোসেন স্বপন সভাপতি ও দেশটিভি জেলা প্রতিনিধি,দৈনিক দুর্বার সম্পাদক শেখ ফরিদ উদ্দিন আত্তার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ৩০ ডিসেম্বর সোমবার রাতে ২০২০ ইং এর কার্যকরী কমিটির সভায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
কার্যকরী কমিটির সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের বিদায়ী সভাপতি রফিকুল ইসলাম।সভা পরিচালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক এন এন জীবন।
কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন,সহ সভাপতি মো,শাহ আলম ভূইয়া(দৈনিক দুর্বার),এমএ সাঈদ খান (উদয়), বজহিরুল হক মিলন(আলোকিত বাংলাদেশ) সহ সাধারণ সম্পাদক রাজন নাথ(বৈশাখী টিভি) কোষাধ্যক্ষ মফিজুর রহমান (জনতা/দিনকাল), দপ্তর সম্পাদক জাফর উল্লাহ(আনন্দ টিভি),ক্রিড়া সম্পাদক আবুল হাসান সবুজ(নীহারিকা), প্রচার ও প্রকাশনা সম্পাদক জাবেদ হোসাইন মামুন(বৈকালী), সদস্য রফিকুল ইসলাম(বাংলাভিশন/বাংলা ট্রিবিউন)এমএইচ আজাদ মালদার(আরটিভি/যায়যায় দিন),মো,তমিজ উদ্দিন (আমাদের ফেনী), এন এন জীবন (ভোরেরপাতা/স্বদেশ পত্র), জোবাইর আহম্মদ(ফেনীর রবি)।