English|Bangla আজ ৭ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ, রবিবার রাত ১১:২০
শিরোনাম
গাজীপুর ঐতিহাসিক ৭ই মার্চ ২০২১ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।গাজীপুরের মনিপুর এলাকায় স্ত্রীর ৭ টুকরো লাশ উদ্ধার; স্বামী গ্রেপ্তারঠাকুরগাঁওয়ে দাদন ব্যবসায়ীর ফাঁদে পড়ে সর্বশান্ত চিকিৎসকচিরিরবন্দরে সেচ্ছাসেবী সংগঠন “পাশে দাঁড়াও” এর প্রথম বর্ষপূর্তি ও মিলন মেলা উদযাপননাগেশ্বরীতে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে অানন্দ উদযাপনরাণীনগর থানা পুলিশের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ দিবস উদযাপনকুড়িগ্রামে সরকারি অনুদানের গুজব: আবেদন করতে শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড়নওগাঁয় নানা আয়োজনের মধ্যে দিয়ে উদযাপন করা হলো ঐতিহাসিক ৭মার্চের ভাষন দিবসরাণীনগরে নানা আয়োজনের মধ্যে দিয়ে উদযাপন করা হলো ঐতিহাসিক ৭মার্চের ভাষন দিবসউলিপুরে ঐতিহাসিক ৭ই মার্চ প্রথম জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠিত

ফেনীতে নানা আয়োজনে বাংলাদেশ সমাচারের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন

এম এ মাজেদ ফেনী অফিসঃদেশজুড়ে মাসব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার অংশ হিসেবে “সারাবিশ্বের বাংলাভাষী মানুষের মুখপত্র” শ্লোগানে ফেনীতে কেক কাটা ও আলোচনাসভার মধ্য দিয়ে সরকারি মিডিয়াভূক্ত ও ৮ম ওয়েজবোর্ড স্বীকৃতিপ্রাপ্ত জাতীয় পত্রিকা দৈনিক বাংলাদেশ সমাচার এর ৪র্থ বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেল ৪টায় জেলা শহরে ক্রাউন ওয়েষ্ট চাইনিজ রেষ্টুরেন্টে জেলার কর্মরত সাংবাদিকবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা ও শুভানুধ্যায়ীদের অংশগ্রহনে দৈনিক বাংলাদেশ সমাচারের বর্ষপূর্তি উদযাপন করা হয়। অতিথিবৃন্দ বর্ষপূর্তির কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।

পরে অতিথিবৃন্দ ও দৈনিক বাংলাদেশ সমাচারের পাঠক শুভানুধ্যায়ীর অংশগ্রহনে সহ-সম্পাদক( স্বাস্থ্য বিভাগ) ডা.মাহতাব হোসাইন মাজেদ সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির অতিরিক্ত নির্বাহী পরিচালক, কাজী মিজানুর রহমান মিস্টার,প্রধান বক্তা ছিলেন, ফেনী প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক স্বদেশ পএ সম্পাদক,এন এন জিবন, বিশেষ অতিথি ছিলেন,ফেনী রিপোর্টাস ইউনিটির সাবেক সভাপতি ও একাওর টিভি ফেনী প্রতিনিধি জহিরুল হক মিলু,সোনাগাজী প্রেসক্লাব সভাপতি, সৈয়দ মনির আহমদ, দৈনিক ফেনীর সময় নির্বাহী সম্পাদক, আলী হায়দার মানিক,দৈনিক স্টার লাইন বার্তা সম্পাদক ও বনিক বার্তা ফেনী প্রতিনিধি, নুরুল্লাহ কায়সার, ইসলামী আন্দোলন ফেনী জেলার যুগ্ন সাধারণ সম্পাদক, মাওলানা একরামুল হক ভূঞা,আকবর শাহ প্রতিনিধি, সিরাজুল মোস্তাকিম (গিয়াস) পরিচালনায়, আরো উপস্থিত ছিলেন, আলোকিত সময় সম্পাদক ওদৈনিক আজকালে খবর ফেনী জেলা প্রতিনিধি, ছিদ্দিক আল মামুন,ফেনী মডেল থানা এসআই,ইকবাল হোসাইন,সীতাকুণ্ড প্রতিনিধি, মানবাধিকার কর্মী, সাইফুল ইসলাম,ও বাংলাদেশ সমাচার ফেনী বিজ্ঞাপন প্রতিনিধি, মুহাম্মাদ রফিকুল ইসলাম প্রমুখ।

আলোচনা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন অতিথিবৃন্দ

সংবাদ সম্পর্কে আপনার মতামত দিন
তুমি এটাও পছন্দ করতে পারো