তপন চক্রবর্তী বান্দরবান জেলা প্রতিনিধিঃ
ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট রমনা, ঢাকাতে (১৩ ডিসেম্বর )
কবি ও কবিতার (কেকেবি) ও বাংলাদেশ কবি-সংগঠক ঐক্য ফোরাম কর্তৃক আয়োজিত, কেকেবি ২য় প্রতিষ্ঠা বার্ষিকী, বিজয়দিবস উদযাপন, বাকস ঐক্য ফোরাম মিলন মেলা ও গুণী লেখক সম্মাননা প্রদান অনুষ্ঠান -২০১৯ উপলক্ষ্যে উক্ত অনুষ্ঠানে সাহিত্যে বিশেষ অবদানের জন্য “কাব্যজ্যোতি ” মনোনীত হওয়ায় দেশ বরণ্য প্রথিতযশা কবি নির্মলেন্দু গুণ থেকে পুরস্কার গ্রহণ করেন কবি চকিত প্রাচুর্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় পরিকল্পনা মন্ত্রী জনাব এম এ মান্নান। প্রধান আলোচক ছিলেন প্রথিতযশা কবি নির্মলেন্দু গুণ। আলোচক হিসাবে উপস্থিত ছিলেন দেশবরণ্য ছড়াকার আসলাম সানি, উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন প্রাকৃতজ কবি শামীমরুমি টিটন ও কেকেবির ও বাকস এর প্রতিষ্ঠাতা মামুনুর রশিদ সহ প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে প্রথিতযশা কবি নির্মলেন্দু গুণ, কবি চকিত প্রাচুর্যের ভবিষৎ সফলতা কামনা করেন।