English|Bangla আজ ৩০শে জুলাই, ২০২১ খ্রিস্টাব্দ, শুক্রবার বিকাল ৩:২৬
শিরোনাম
স্বপ্নের ফুলবাড়ী স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী পালিতমহেশপুরের আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করলেন মাননীয় জেলা প্রশাসকনরসিংদীতে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড ২৭৯ জনপবিত্রতা ও তওবার মাধ্যমে করোনা রোগমুক্তি শতভাগ সম্ভব- সংবাদ সম্মেলনে পীর লিয়াকত আলী খানদাগনভূঞা পৌরসভা করোনা ভাইরাস এর সংক্রমন ও প্রতিরোধ কমিটির সভা অনুষ্টিতরাণীনগরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার চোরাই মালামাল উদ্ধারনৌপরিবহন মন্ত্রণালয়ের ২০২০-২১ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অগ্রগতি পর্যালোচনা ভার্চুয়াল সভাদিনাজপুর বিরল উপজেলায় স্বেচ্ছাসেবকলীগের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিতখানসামায় ট্রাক-ট্রাঙ্কলরী শ্রমিকদের প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিলেন ইউএনওউলিপুরে রাস্তায় মাটি কাটাকে কেন্দ্র করে এক বৃদ্ধা মহিলার মৃত্যু

প্রথম পেসার হিসেবে এলিট ক্লাবে অ্যান্ডারসন

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বৃহস্পতিবার সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে নেমেই এলিট ক্লাবের সদস্য হলেন ইংল্যান্ডের ডান-হাতি পেসার জেমস অ্যান্ডারসন। ইংল্যান্ডের দ্বিতীয় ও বিশ্বের নবম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ১৫০তম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেন এন্ডারসন। তবে বিশ্বের প্রথম পেস বোলার হিসেবে এই মাইলফলক স্পর্শ করেছেন তিনি। এর আগে আটজন খেলোয়াড় ১৫০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছিলেন। তাদের মধ্যে কেউই পেস বোলার ছিলেন না।

বিশ্বের মধ্যে ১৫০ ম্যাচ খেলার রেকর্ড স্পর্শ করেছেন ভারতের শচীন টেন্ডুলকার (২০০টি), অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (১৬৮টি)-স্টিভ ওয়াহ (১৬৮টি), দক্ষিণ আফ্রিকা জক ক্যালিস (১৬৬টি), ওয়েস্ট ইন্ডিজের শিবনারায়ন চন্দরপল (১৬৪টি), অ্যালিষ্টার কুক (১৬১) এবং অ্যালান বোর্ডার (১৫৬টি)।

ইংল্যান্ডের হয়ে প্রথম খেলোয়াড় হিসেবে টেস্টে ১৫০তম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছিলেন সাবেক অধিনায়ক ও খেলোয়াড় অ্যালিস্টার কুক। অবসর নেয়ার আগে ১৬১ ম্যাচে ১২৪৭২ রান করেছেন তিনি। তাই কুকের পর ইংল্যান্ডের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ১৫০তম টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করলেন অ্যান্ডারসন। আজকের ম্যাচের আগে অ্যান্ডারসনের টেস্ট পরিসংখ্যান- ১৪৯ ম্যাচে ৫৭৫ উইকেট। এছাড়াও জাতীয় দলের হয়ে ১৯৪টি ওয়ানডে ও ১৯টি টি-টোয়েন্টি খেলেছেন অ্যান্ডারসন।

সংবাদ সম্পর্কে আপনার মতামত দিন
তুমি এটাও পছন্দ করতে পারো