English|Bangla আজ ১লা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ, সোমবার রাত ৪:৩২
শিরোনাম
চরফ্যাশনে মেয়র- সাধারন কাউন্সিলদের ভোট বিন্যাসপ্রকাশিত খবরের প্রতিবাদ জানিয়ে কাজীর সংবাদ সম্মেলনচরফ্যাশন পৌর সভায় আওয়ামীলীগের জয়বান্দরবানে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধারআবারও খানসামায় দ্রুতগামী মটরসাইকেল-নসিমন সংঘর্ষে যুবক নিহত।মোছাঃ মাহমুদা ইসলাম সেফালী প্রাইসমানি ফুটবল টুর্নামেন্টে ২০২১ শুভ উদ্বোধনচিলমারীতে বিএনপির সংবাদ সম্মেলনশেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে রুপান্তরিত হয়েছে ….নওগাঁয় তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদবাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বাবু ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সৌজন্যে প্রদত্ত শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্টিতঘাটাইলে সংবর্ধনা ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

প্রথম পেসার হিসেবে এলিট ক্লাবে অ্যান্ডারসন

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বৃহস্পতিবার সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে নেমেই এলিট ক্লাবের সদস্য হলেন ইংল্যান্ডের ডান-হাতি পেসার জেমস অ্যান্ডারসন। ইংল্যান্ডের দ্বিতীয় ও বিশ্বের নবম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ১৫০তম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেন এন্ডারসন। তবে বিশ্বের প্রথম পেস বোলার হিসেবে এই মাইলফলক স্পর্শ করেছেন তিনি। এর আগে আটজন খেলোয়াড় ১৫০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছিলেন। তাদের মধ্যে কেউই পেস বোলার ছিলেন না।

বিশ্বের মধ্যে ১৫০ ম্যাচ খেলার রেকর্ড স্পর্শ করেছেন ভারতের শচীন টেন্ডুলকার (২০০টি), অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (১৬৮টি)-স্টিভ ওয়াহ (১৬৮টি), দক্ষিণ আফ্রিকা জক ক্যালিস (১৬৬টি), ওয়েস্ট ইন্ডিজের শিবনারায়ন চন্দরপল (১৬৪টি), অ্যালিষ্টার কুক (১৬১) এবং অ্যালান বোর্ডার (১৫৬টি)।

ইংল্যান্ডের হয়ে প্রথম খেলোয়াড় হিসেবে টেস্টে ১৫০তম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছিলেন সাবেক অধিনায়ক ও খেলোয়াড় অ্যালিস্টার কুক। অবসর নেয়ার আগে ১৬১ ম্যাচে ১২৪৭২ রান করেছেন তিনি। তাই কুকের পর ইংল্যান্ডের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ১৫০তম টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করলেন অ্যান্ডারসন। আজকের ম্যাচের আগে অ্যান্ডারসনের টেস্ট পরিসংখ্যান- ১৪৯ ম্যাচে ৫৭৫ উইকেট। এছাড়াও জাতীয় দলের হয়ে ১৯৪টি ওয়ানডে ও ১৯টি টি-টোয়েন্টি খেলেছেন অ্যান্ডারসন।

সংবাদ সম্পর্কে আপনার মতামত দিন
তুমি এটাও পছন্দ করতে পারো