সৈয়দ আক্কাস উদদীন
সাতকানিয়া উপজেলার আওতাধীন পৌরসভা যুবলীগের কমিটি অনুমোদন দিলেন,
উপজেলা আহবায়ক কমিটির আহবায়ক, সাইদুর রহমান দুলাল যুগ্নআহবায়ক আ ন সেলিম চৌ:
এবং যুগ্ন আহবায়ক হারেজ মোহাম্মদ।
তাদের সাক্ষরে অনুমোদিত কমিটিতে ১নং সদস্য হিসেবে পদে স্থান পেলেন,
সাবেক তুখোঁড় ছাত্রনেতা বিশিষ্ট ব্যবসায়ী পরিচ্ছন্ন ব্যক্তিত্ব চাদনী চক শপিং কমপ্লেক্স এর বৃত্তর কর্মচারী সমিতির প্রধান উপদেষ্টা জনাব মো:শাহআলম
কে ১নং সদস্য পদে আসীন করা হয়েছে
মুঠোফোনে সে প্রতিবেদক কে বলেন, তার উপর অর্পিত দায়িত্বের জন্য, সাতকানিয়া লোহাগাড়ার সাংসদ এবং সাংসদের সহধর্মীনি, এবং দুলাল সেলিম হারেজ পরিষদকে ধন্যবাদ জানান।
এবং পাশাপাশি অর্পিত দায়িত্ব যথাযথ পালন করে যুবলীগকে আরো সুসংগঠিত করবেন বলে ও তিনি জানান।