আল আমিন চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ পাথর ঘাটায় গ্যাসলাইন লিকেজ হয়ে সংঘটিত দুর্ঘটনায় নিহত ৮ ব্যক্তির পরিবারের মাঝে ১ লাখ টাকা করে অনুদান দিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। আজ ৪ ডিসেম্বর বেলা সাড়ে ১১ টার সময় চসিক নতুন কার্যালয় সম্মেলন কক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে মেয়র নিহতদের পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করেন। এসময় মেয়র নিহতদের পরিবারকে ব্যক্তিগত পক্ষ থেকেও সহায়তার প্রতিশ্রুতি দেন।
মেয়র বলেন, পাথরঘাটায় সংঘটিত দুর্ঘটনায় আপনারা কারো সন্তান, কারো স্নেহময়ী স্ত্রী, কারো কন্যা নিহত হয়েছে। এই দুর্ঘটনায় আপনাদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে। শুধু মাত্র সমবেদনা জানানো ছাড়া আর কোন ভাষা নেই। অনুদান প্রদানের মধ্য দিয়ে আপনাদের পাশে থাকার প্রচেষ্টা করছি মাত্র। মেয়রের বক্তব্য শুনে এসময় স্বজন হারাদের মন দুঃখ ভারাক্রান্ত হয়ে ওঠে। অনেক স্বজনকে চোখের পানি মুছতে দেখা যায়।
অনুষ্ঠানে মেয়র নিহত পটিয়ার এনি বড়ুয়ার ভাই অনিক বড়ুয়া ও মৃদুল বড়ুয়া, উখিয়ার নুরুল ইসলামের স্ত্রী সাদিয়া বেগম, সাতকানিয়া মৌলভীর দোকান এলাকার ফারজানা আকতারের স্বামী ও আতিকুর রহমানের বাবা আতাউর রহমান, পটিয়া দারক গ্রামের মো আবদুর শুক্কুরের স্ত্রী ইয়াসমিন আকতার, নিহত মহেশখালীর ভ্যান ড্রাইভার মো সেলিমের ভাই মো শাহীন আলম, বান্দরবান বাবুনগর পাড়া নিবাসী নিহত রিকশা চালক মাহমুদুল হকের পিতা আবুল কাশেম ও স্ত্রী শাহীনা আকতার, পাথরঘাটা এলাকার নিহত তৃষা গোমেজের মা নেনসী গোমেজের হাতে অনুদানের নগদ টাকা হস্তান্তর করেন।