পশ্চিম পুকুরিয়া সঃপ্রাঃ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বই বিতরণ!
মোহাম্মদ এরশাদ বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি
১লা জানুয়ারি মানে নতুন বই দেওয়ার উৎসব। বরাবরের ন্যায় এবছরেও দেশের লক্ষাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিটিতেই উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন বই। ২০১০ সাল থেকে ধারাবাহিকভাবে এ উৎসব উদযাপনের ফলে এটা এখন সর্বজনীন উৎসবের রূপ পেয়েছে।
অনেক স্কুলেই নতুন বইয়ের সেট মিলিয়ে ফিতা দিয়ে বেঁধে আকর্ষণীয়ভাবে শিশুদের হাতে তুলে দেওয়া হয়েছে। শিশুরাও নতুন আশা নিয়ে নতুন বই হাতে নিয়ে প্রফুল্লচিত্তে বাড়ি ফিরে। বছরের প্রথম দিনে শীতের পরশমাখা স্নিগ্ধ সকালে এ নতুন বই শিশুদের জন্য অনবদ্য এক উপহার হয়ে উঠবে।
তার ধারাবাহিকতায় সারা বাঁশখালীতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্টানে নতুন বই প্রদান উৎসব যেন শিক্ষার্থীদের মন ছুঁয়েছে। পুকুরিয়া ইউনিয়নে অবস্থিত পশ্চিম পুকুরিয়া সঃপ্রাঃ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি, পুকুরিয়া ইউনিয়ন আওয়ামীগের অর্থ সম্পাদক জনাব হাজ্বী নুরুল ইসলাম এর সভাপতিত্বে (বুধবার) সকাল ১০টায় শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ অনুষ্টান সম্পন্ন হয়।
অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পরিচালনা পরিষদের সদস্য শিরিন আক্তার, কামরুন নাহার, ১নং পুকুরিয়া ৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মনির আহমদ, সুলতান আহমদ, মৌঃ ছাবের আহমদ, মোঃ হারুন, স্থানীয় অভিভাবক ও ছাত্র-ছাত্রী বৃন্দ প্রমূখ।
প্রধান শিক্ষক বলেন, বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে পেরে খুবই ভালো লাগলো। আমাদের শিশুরা অধীর আগ্রহ নিয়ে বছরের প্রথম দিনে চলে আসে নতুন বই সংগ্রহে। সুন্দর উৎসব মুখর পরিবেশে প্রতিবছরের ন্যায় এবছরও নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দিতে সক্ষম হয়েছি।