English|Bangla আজ ৯ই ডিসেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার সন্ধ্যা ৭:৩৭
শিরোনাম

পত্নীতলায় মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল নির্মাণে অধিগ্রহণকৃত জমির টাকার চেক হস্তান্তর

মাসুদ রানা , পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ

মঙ্গলবার দুপুরে পত্নীতলায় মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল নির্মাণে অধিগ্রহণকৃত জমির মালিকদের ক্ষতিপুরণের টাকার চেক প্রতিষ্ঠান চত্বরে হস্তান্তর করা হয়। জমির মালিক কায়েম উদ্দীন ও রফিকুল আলমকে ১৯ লক্ষ ১৮ হাজার ২ শ ৯৩ টাকার চেক হস্তান্তর কালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফ্ফার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উত্তম কুমার রায়, পত্নীতলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা সুলতানা, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা নওগাঁ ফারাহ ফাতেহা তাকমিলা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায় এই স্কুলে ২.৯০ একর জমি অধিগ্রহণে এ পর্যন্ত ৭৫ প্রাপকের ৩ কোটি ৩৮ লক্ষ ৫ হাজার ৬০ টাকা প্রদান করা হয়েছে।

সংবাদ সম্পর্কে আপনার মতামত দিন
তুমি এটাও পছন্দ করতে পারো