বান্দরবান জেলার আলীকদম উপজেলার বাসটার্মিনাল এলাকার রেজাউল করিমের দুই মেয়ে ৮ম শ্রেণীতে পড়ুয়া আয়েশা সিদ্দিকা রেশমি (১৪) এবং ৬ষ্ট শ্রেণীতে পড়ুয়া জুবলি (১২) দু’জনেই আলীকদম ইসলামীয়া দাখিল মাদ্রাসার ছাত্রী।
তারা আলীকদম বাসটার্মিনাল নিজ বাড়ী থেকে গত ১-১-২০২০ ইং রোজ বুধবার সকাল আনুমানিক ৮.৩০ এর সময় হারিয়ে গেছে, দুজনের গায়ের রং ফর্সা।কোন হৃদয়বান ব্যক্তি যদি পেয়ে থাকেন তাহলে এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো।
এবিষয়ে আলীকদম থানায় মর্তুজা বেগম বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন,আলীকদম থানার জিডি নাম্বার- ৬৭/০২-০১-২০২০
যোগাযোগঃ- 01834635404/ 01888498295/ 01630462769
সবাই কে শেয়ার করার জন্য অনুরোধ রইলো।