English|Bangla আজ ৪ঠা আগস্ট, ২০২১ খ্রিস্টাব্দ, বুধবার রাত ১২:২৩
শিরোনাম
ভালুকায় আতংকে আছে নাজমার পরিবারকুড়িগ্রামে গাছের ডাল পড়ে প্রান গেল কাঠঁ ব্যবসায়ীরনাচনাপাড়ায় বাস্তবে একটি ইবতেদায়ী মাদ্রাসা থাকলেও একই নামে কাগজ-কলমে দেখানো হচ্ছে দুটি।পত্নীতলায় প্রধানমন্ত্রীর উপহার শিশু খাদ্য বিতরণসাপাহারে ভুয়া কবিরাজের চিকিৎসায় হাত হারাতে বসেছে সাত বছরের শিশু!পলাশবাড়ীতে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতনাগেশ্বরী কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন মোহাম্মদ অাব্দুল অাউয়ালকুড়িগ্রামে মোবাইলে অনলাইনে গেম খেলায় ১১ শিক্ষার্থী আটক- মুচলেকায় অভিভাবকের কাছে হস্তান্তরডিসিসিআই’র আয়োজনে ” সাস্টেইনএবল রিভার ড্রেজিং: চ‍্যালেঞ্জেস এন্ড ওয়ে ফরওয়ার্ড ” শীর্ষক অনলাইন আলোচনা সভায় নৌ প্রতিমন্ত্রীখানসামায় লকডাউন বাস্তবায়নে চলছে এসিল্যান্ড এর বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ অভিযান

নাগেশ্বরীতে পেশাজীবী ফউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

মোঃ মসলেম উদ্দিন, নাগেশ্বরী প্রতিনিধিঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নাগেশ্বরী  উপজেলার কচাকাটা পেশাজীবী ফাউন্ডেশনের উদ্যোগে হত দরিদ্রদের মাঝে ঈদ আনন্দ ভাগাভাগি করেছেন। এ সংগঠনটি কচাকাটা থানার চাকুরী জীবীদের নিজেদের উদ্যোগে গঠিত একটি সামাজিক সংগঠন। সংগঠনের সদস্যদের নিজস্ব অর্থায়নে আজ ২০জুলাই সকাল ১০ঘটিকার সময় কাচাকাটার ১শত ৭৫টি পরিবারে মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন কাচাকাটা পেশাজীবী ফাউন্ডেশনের সভাপতি মোঃ নুর ইসলাম,সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান সহ সংগঠনের সকল সদস্য বৃন্দ।

সংবাদ সম্পর্কে আপনার মতামত দিন
তুমি এটাও পছন্দ করতে পারো