দুলারহাট প্রতিনিধিঃ ভোলার দুলারহাট থানা ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করলেন দুলারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান। তিনি রোববার সকাল সাড়ে ১০টার সময় মিলাদের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে ভবনটির নির্মাণ কাজ শুভ উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন- আলহাজ্ব শাহাবুদ্দিন মাস্টার সভাপতি আওয়ামীলীগ নুরাবাদ ইউনিয়ন শাখা, আলোমগীর হোসেন হাওলাদার (চেয়ারম্যান) সভাপতি আওয়ামীলীগ নীলকমল ইউনিয়ন শাখা, মোহাম্মদ হোসেন মাঝি সাধারণ সম্পাদক নুরাবাদ ইউনিয়ন শাখা, নুরনবী স্যার সাধারণ সম্পাদক নীলকমল ইউনিয়ন শাখা, ইউসুফ আলী পণ্ডিত সভাপতি যুবলীগ নুরাবাদ ইউনিয়ন শাখা, মনির প্রোফেসার সভাপতি যুবলীগ নীলকমল শাখা, রিপন পণ্ডিত সভাপতি দুলারহাট বাজার ব্যবসায়ী সমিতি, শাহজাহান মামুন সাধনার সম্পাদক দুলারহাট বাজার ব্যবসায়ী সমিতি।
আরোও উপস্থিত ছিলেন, রুহুল আমিন মিয়া, আলহাজ্ব নাছির আহম্মদ মিয়া, নুরনবী আব্বাস, ছিদ্দিক মিয়া, শাহজাহান মিয়া সহ এলাকার বিশেষ ব্যাক্তিবর্গ।
উল্লেখ্য: দুলারহাট থানার অনুমোদন করেন আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, থানার নিজস্ব ভবন না থাকায় ভাড়া ভবনে কার্যক্রম পরিচালিত হয়েছিল।