English|Bangla আজ ৩০শে জুলাই, ২০২১ খ্রিস্টাব্দ, শুক্রবার বিকাল ৫:০৭
শিরোনাম
স্বপ্নের ফুলবাড়ী স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী পালিতমহেশপুরের আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করলেন মাননীয় জেলা প্রশাসকনরসিংদীতে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড ২৭৯ জনপবিত্রতা ও তওবার মাধ্যমে করোনা রোগমুক্তি শতভাগ সম্ভব- সংবাদ সম্মেলনে পীর লিয়াকত আলী খানদাগনভূঞা পৌরসভা করোনা ভাইরাস এর সংক্রমন ও প্রতিরোধ কমিটির সভা অনুষ্টিতরাণীনগরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার চোরাই মালামাল উদ্ধারনৌপরিবহন মন্ত্রণালয়ের ২০২০-২১ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অগ্রগতি পর্যালোচনা ভার্চুয়াল সভাদিনাজপুর বিরল উপজেলায় স্বেচ্ছাসেবকলীগের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিতখানসামায় ট্রাক-ট্রাঙ্কলরী শ্রমিকদের প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিলেন ইউএনওউলিপুরে রাস্তায় মাটি কাটাকে কেন্দ্র করে এক বৃদ্ধা মহিলার মৃত্যু

দাগনভূঞা প্রেস ক্লাবের কমিটি গঠিত সুমন সভাপতি এমাম সম্পাদক

এম এ মাজেদ ফেনী অফিসঃ

দাগনভূঞা প্রেস ক্লাবের ২০২০ সালের কমিটি মঙ্গলবার ১৭ ডিসেম্বর সকালে গঠিত হয়েছে।কমিটির সাধারন সভায় সভাপতি পদে সৈয়দ ইয়াছিন সুমন (দৈনিক ইনকিলাব ও ফেনীর প্রত্যয় ),সাধারন সম্পাদক পদে এমাম হোসেন এমাম (দৈনিক ভোরের পাতা ও প্রথম ফেনী) নির্বাচিত করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ সভাপতি আবু তাহের (দৈনিক যুগান্তৱ), সহ সভাপতি মিজানুর রহমান (সাপ্তাহিক ফেনীর রবি, ফেনীর জমিন), সিনিয়র সহ সম্পাদক বজলুর রহিম সুমন (দৈনিক ফেনীর সময়), সহ সম্পাদক এমএম রহমান সোহেল (দৈনিক নয়া পয়গাম),
কোষাধ্যক্ষ কাজী ইফতেখার (দৈনিক বাংলাদেশের খবর), দপ্তর ও প্রচার সম্পাদক ক্রিড়া ও সাহিত্য সম্পাদক মোহাম্মদ ইউসুফ হারুনী (দৈনিক ভোরের ডাক),শহিদুল ইসলাম তোতা (সাপ্তাহিক জনপ্রিয়), নির্বাহী সদস্য এম এ তাহের পন্ডিত (সাপ্তাহিক ফেনীর তালাশ), সিরাজ উদ্দিন দুলাল (দৈনিক ভোরের কাগজ) নুরুল আলম খান (দৈনিক মানবজমিন), ইমাম হাছান কচি (দৈনিক সমকাল)মো: আলমগীর ননী ( দৈনিক যায়যায়দিন), ইয়াছিন করিম রনি (দি নিউ নেশন)।

প্রসঙ্গত: ঐক্যের স্বার্থে আগামী ২০২৩ সাল পর্যন্ত ৪ কমিটি গঠিত হয়।যাতে ২০২১ সালে সভাপতি সিরাজ উদ্দিন দুলাল সাধারন সম্পাদক ইমাম হাছান কচি,২০২২ সালে সভাপতি এম এ তাহের পন্ডিত,সাধারন সম্পাদক আলমগীর ননী ও ২০২৩ সালে সভাপতি নুরুল আলম খান, সাধারন সম্পাদক ইয়াছিন করিম রনি দায়িত্ব পালন করবে।

সংবাদ সম্পর্কে আপনার মতামত দিন
তুমি এটাও পছন্দ করতে পারো