English|Bangla আজ ৯ই ডিসেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার সন্ধ্যা ৭:৪৭
শিরোনাম

দাগনভূঞা প্রেস ক্লাবের কমিটি গঠিত সুমন সভাপতি এমাম সম্পাদক

এম এ মাজেদ ফেনী অফিসঃ

দাগনভূঞা প্রেস ক্লাবের ২০২০ সালের কমিটি মঙ্গলবার ১৭ ডিসেম্বর সকালে গঠিত হয়েছে।কমিটির সাধারন সভায় সভাপতি পদে সৈয়দ ইয়াছিন সুমন (দৈনিক ইনকিলাব ও ফেনীর প্রত্যয় ),সাধারন সম্পাদক পদে এমাম হোসেন এমাম (দৈনিক ভোরের পাতা ও প্রথম ফেনী) নির্বাচিত করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ সভাপতি আবু তাহের (দৈনিক যুগান্তৱ), সহ সভাপতি মিজানুর রহমান (সাপ্তাহিক ফেনীর রবি, ফেনীর জমিন), সিনিয়র সহ সম্পাদক বজলুর রহিম সুমন (দৈনিক ফেনীর সময়), সহ সম্পাদক এমএম রহমান সোহেল (দৈনিক নয়া পয়গাম),
কোষাধ্যক্ষ কাজী ইফতেখার (দৈনিক বাংলাদেশের খবর), দপ্তর ও প্রচার সম্পাদক ক্রিড়া ও সাহিত্য সম্পাদক মোহাম্মদ ইউসুফ হারুনী (দৈনিক ভোরের ডাক),শহিদুল ইসলাম তোতা (সাপ্তাহিক জনপ্রিয়), নির্বাহী সদস্য এম এ তাহের পন্ডিত (সাপ্তাহিক ফেনীর তালাশ), সিরাজ উদ্দিন দুলাল (দৈনিক ভোরের কাগজ) নুরুল আলম খান (দৈনিক মানবজমিন), ইমাম হাছান কচি (দৈনিক সমকাল)মো: আলমগীর ননী ( দৈনিক যায়যায়দিন), ইয়াছিন করিম রনি (দি নিউ নেশন)।

প্রসঙ্গত: ঐক্যের স্বার্থে আগামী ২০২৩ সাল পর্যন্ত ৪ কমিটি গঠিত হয়।যাতে ২০২১ সালে সভাপতি সিরাজ উদ্দিন দুলাল সাধারন সম্পাদক ইমাম হাছান কচি,২০২২ সালে সভাপতি এম এ তাহের পন্ডিত,সাধারন সম্পাদক আলমগীর ননী ও ২০২৩ সালে সভাপতি নুরুল আলম খান, সাধারন সম্পাদক ইয়াছিন করিম রনি দায়িত্ব পালন করবে।

সংবাদ সম্পর্কে আপনার মতামত দিন
তুমি এটাও পছন্দ করতে পারো