সুনামগঞ্জ ২৮ব্যাটালিয়নের অধীনস্থ বিজিবির চারাগাঁও বিওপির টহল দল এক বিশেষ অভিযান পরিচালনা ৮টি অতিথি পাখি আটক করে জন সম্মুখে অবমুক্ত করেছে বিজিবির জোয়ান ।
১৬ডিসেম্বর সোমবার চারাগাঁও বিওপির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১১৯৫/২-এস এর নিকট হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের কলাগাও হাওড় বাংলা স্কুল নামক স্থান থেকে ৮ অতিথি পাখি উদ্ধার করে। উদ্ধার কৃত অতিথি পাখি জন সম্মুখে অবমুক্ত করা হয়।
সুনামগঞ্জ ২৮ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মাকসুদুল আলম গনমাধ্যম কে এর সত্যতা নিশ্চিত করেছেন।