তাহিরপুরে পালিত হয়েছে দৈনিক সুনাম কন্ঠ পত্রিকার ৬বছর পদার্পণ উপলক্ষে আলোচনা ও বর্ণাঢ্য র্যালি
আহাম্মদ কবির তাহিরপুরঃ
নানা আয়োজনের মধ্য দিয়ে সুনামগঞ্জ জেলা সদর থেকে প্রকাশিত পাঠকদের জনপ্রিয় দৈনিক দৈনিক সুনাম কন্ঠ পত্রিকার ৫ম,প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
আজ বুধবার দুপুরে তাহিরপুর উপজেলা পাবলিক লাইব্রেরিতে পত্রিকার ৫ম,প্রতিষ্ঠা বার্ষিকী এবং ৬ষষ্ঠ বছরে পদার্পন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তাহিরপুর প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক রমেন্দ্র নারায়ণ বৈশাখ এর সভাপতিত্বে,সাংবাদিক রাজন চন্দ্র এর সঞ্চালনায়,আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মুনতাসির হাসান পলাশ, তাহিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, তাহিরপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবুল আলম, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলী মর্তুজা, তাহিরপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, সাংবাদিক আবুল কাসেম, সাংবাদিক রাহাত হাসান মুন্না, সাংবাদিক আহম্মদ কবির, সাংবাদিক শামসুল আলম আখঞ্জী টিটু, ছাত্রনেতা রোকন উদ্দিন, প্রমুখ।
সভায় বক্তারা দৈনিক দৈনিক সুনাম কন্ঠ পরিবারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এদিকে, আলোচনা সভার পূর্বেই তাহিরপুর উপজেলা পাবলিক লাইব্রেরি থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে,লাইব্রেরিতে মিলিত হয়ে, সেখানে আলোচনা সভা শেষে কেক কাটার ও উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
এসময় বক্তারা পাঠক প্রিয় দৈনিক সুনাম কন্ঠ পত্রিকার ৬ বছর পদার্পণ অনুষ্ঠানে বরাবরের মত জনগণের মুখপাত্র হয়ে হয়ে আগামী দিনেও আরো সচ্চার হয়ে জোরালো ভুমিকা রেখে জনগণের কথা ও সুখদুঃখ নিয়ে সত্যের সাথে থেকে মাথা উঁচু করে সংবাদ প্রকাশ করবে এই প্রত্যাশা করেন।