সুনামগঞ্জের তাহিরপুরে নানা আয়োজনে পালিত হয়েছে নারী নির্যাতন বিরোধী সচেতনতামূলক কর্মসূচি (অরেঞ্জ ক্যাম্পেইন), এ কর্মসূচির আলোকে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার(০৪ডিসেম্বর)দুপুর ২টায় তাহিরপুর উপজেলা প্রশাসন আয়োজনে নারী নির্যাতন বিরোধ র্য্যালীটি তাহিরপুর উপজেলা প্রশাসনের কার্যালয় হতে শুরু করে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তাহিরপুর উপজেলা মিলনায়তনে আলোচনা সভা মিলিত হয়।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জির সভাপতিত্বে, স্থানীয় সরকার বিভাগের জেলা সহায়ক নজরুল ইসলাম এর সঞ্চালনায়, অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ইমরান হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজি রিয়াজ উদ্দিন খন্দকার লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম,তাহিরপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন,শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ সরকার,সাংবাদিক রমেন্দ্র নারায়ণ বৈশাখ, সাংবাদিক আমিনুল ইসলাম, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক পিযুস পুরকায়স্থ টিটু,উত্তর বড়দল ইউনিয়নের ইউপি সদস্যা সুষমা জাম্বিল প্রমুখ। ,
বক্তারা বলেন, নারীরা আজ ঘরে বসে নেই, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী হচ্ছে নারী, শিক্ষামন্ত্রী নারী,মহান সংসদে স্পিকারের দায়িত্ব পালন করছেন নারী,আজ আমাদের নারীরা ঘরে বসে নেই, তারপরও গ্রামাঞ্চলে কিছু কিছু এলাকায় নির্যাতিত হচ্ছে এমন সংবাদ পাওয়া যায় । নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের এই মাত্রা এখনো কমেনি। এই নির্যাতন ও সহিংসতা বন্ধে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে বক্তারা নারী নির্যাতন ও সব ধরনের সহিংসতা প্রতিরোধে ১০৯ হেল্পলাইনে যোগাযোগ করার অনুরোধ জানান এছাড়াও এলাকায় সামাজিক বিভিন্ন সমস্যা সমাধান ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দিতে ৩৩৩নাম্বারে ফোন দেওয়ার অনুরোধ জানান, সর্বশেষে উপস্থিত সকলেই বাল্যবিবাহ যৌন হয়রানি, অথবা কোনরূপ নারী নির্যাতন হতে দিব না ধর্ষণ বা অন্য কোন নারী নির্যাতন হতে দেখলে সাথে সাথে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রশাসনের সহায়তা নিয়ে তা প্রতিরোধ করবো বলে শপথ বাক্য পাঠ করেন।