English|Bangla আজ ৯ই ডিসেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার সন্ধ্যা ৬:৪২
শিরোনাম

তাহিরপুরে থানা পুলিশের অভিযানে কয়লাসহ নৌকা আটক

আহাম্মদ কবির, তাহিরপুর প্রতিনিধি

সুনামগঞ্জ তাহিরপুরে চোরাচালান প্রতিরোধে তাহিরপুর থানা পুলিশের বিশেষ অভিযানে অবৈধভাবে আমদানিকৃত ভারতীয় কয়লাসহ ২টি নৌকা আটক করে তাহিরপুর থান পুলিশ।

শুক্রবার (১৯,নভেম্বর)উপজেলার পাটলাই নদীপথে অবৈধভাবে চোরাচালানে আমদানিকৃত ভারতীয় কয়লা নৌকাযোগে দেশের বিভিন্ন স্থানে পাচার করা হয়। এমন সংবাদের ভিত্তিতে,তাহিরপুর থানা অফিসার ইন-চার্জ ওসি মোঃ আব্দুল লতিফ তরফদার এর নির্দেশে,এস,আই গোলাম হক্কানির নেতৃত্বে, সঙ্গীয় ফোর্সদের সহযোগিতায় এক বিশেষ অভিযানে, উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের পাঠাবুকা গ্রাম সংলগ্ন পাটলাই নদী হতে ৮মেঃটন ভারতীয় চোরাচালানের কয়লা সহ ২ টি কাঠ বডি নৌকা আটক করে।

তাহিরপুর থানার উপ-পরিদর্শক (এস আই) গোলাম হাক্কানী এর সত্যতা নিশ্চিত করে বলেন,আটককৃত মালামাল জব্দ করা হয়েছে । এ বিষয়ে থানায় অবৈধ কয়লার মালিকের নামে সংশ্লিষ্ট আইনে একটি মামলা দায়ের করা হয়েছে ।

আহাম্মদ কবির
তাহিরপুর প্রতিনিধি
মোবাইল ০১৭২৫৭২৪৬০০

সংবাদ সম্পর্কে আপনার মতামত দিন
তুমি এটাও পছন্দ করতে পারো