English|Bangla আজ ১৮ই জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ, সোমবার সকাল ৭:৩৮
শিরোনাম
ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচন : মেয়র পদে ৭ জনের মনোনয়ন পত্র দাখিলপলাশবাড়ীতে অগ্নিনির্বাপক গ্যাস বিস্ফোরণে গুরুতর অাহত-১গাইবান্ধায় নির্বাচন পরবর্তী সংহিসতায় দু’টি মামলা দায়ের : আটক-৫রাণীনগরে ৩ জুয়ারীসহ আটক ৪রাণীনগরে ঘটনার ১৬ মাস পর হত্যা মামলালক্ষ্মীপুরে-পৌরসভা নির্বাচন:৬ মেয়র প্রার্থীসহ ৫৭ জনের মনোনয়নপত্র দাখিলনান্দাইলে”সমন্বিত বালাই ব্যবস্হাপনা (আইপিএম) এর মাধ্যমে গুনগতমানসম্পন্ন ও নিরাপদ শিম উৎপাদন”শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিতময়মনসিংহে উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিতসংবিধানের নির্দেশনায় ও আইনের আলোকে উপজেলা প্রশাসন পরিচালনার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিতপৌর নির্বাচনে কাউন্সিলর পদে প্রচারনায় এগিয়ে প্রতিশ্রুতিশীল সমাজসেবক পুলক পারভেজ

তারুণ্যের অহংকার লিটন সিদ্দিকীর জন্মদিন পালিত

মিজানুল, করিমগঞ্জ, কিশোরগঞ্জ::

১ লা জানুয়ারি লিটন সিদ্দিকীর শুভ জন্মদিন পালিত।

লিটন সিদ্দিকী নিছক একটি নাম নয় একটি ইতিহাস ও বটে। সদা হাস্যউজ্জ্বল মিশুক প্রকৃতির মানুষটিকে দেখলেই মন ভরে যায়। লিটন সিদ্দিকী এ প্রজন্মের তরুনদের আইডল। কিশোরগঞ্জের বিশিষ্ট ব্যাবসায়ী,তরুণ সমাজসেবক অবিরাম যুক্তি নির্ভর কথা গাথুনির মানুষ তিনি। তার নম্রতা,ভদ্রতা,বিনয়ী সভাবের দরুন ইতিমধ্যেই তিনি কিশোরগঞ্জের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জনপ্রিয় হয়ে উঠেছেন।

কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের ঐতিহ্যবাহী বাজারী বাড়ীর কৃতি সন্তান লিটন সিদ্দিকী।অবিরাম পরিশ্রম করে,পরোপকারী এ মানুষটি মানুষের হৃদয় কেড়েছেন। দূর দুরান্ত থেকে প্রতিদিন মানুষ বিভিন্ন সমস্যায় পড়ে তার সাথে দেখা সাক্ষাৎ করতে আসে।কেও খালি মুখে তার অফিস থেকে ফেরত যেতে পারে না। আপ্যায়ন করে সাধ্যমত মানুষকে সহযোগীতা করে দেয়। তার বিশেষ গুন হচ্ছে নির্লোভ নিরংকার পরোপকারী,সাদামনের মানুষ তিনি। যার দরুন সবাই তাকে পছন্দ করে।জন্মদিনের এ দিনে তার সততা,দক্ষতা,মেধামননে ও পরিশ্রমে অনেক দূর এগিয়ে যাবে সেই প্রত্যাশাই করি আমরা।তাই তার জন্য প্রানভরে দোয়া করি আল্লাহ তালা লিটন সিদ্দিকী সাহেবকে দীর্ঘ নেক হায়াত দান করুন।আমিন।

সংবাদ সম্পর্কে আপনার মতামত দিন
তুমি এটাও পছন্দ করতে পারো