তারাকান্দা উপজেলায় মাদকের বিরুদ্ধে সাড়াশি অভিযানে ১৫০ পিস ইয়াবা টেবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
স্টাফ রিপোর্টার : নীহার বকুল।
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় মাদকের বিরুদ্ধে সাড়াশি অভিযানের অংশ হিসেবে অফিসার ইনচার্জ আবুল খায়ের এর নেতৃত্বে তারাকান্দা থানা পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী মমরুজ আলি (৪০) পিতা আব্দুল মজিদ গ্রাম কোদালিয়া থানা তারাকান্দা জেলা-ময়মনসিংহ কে ১৫০ পিস ইয়াবা টেবলেট সহ গ্রেফতার করেছে।
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার এর নির্দেশনায় তারাকান্দা থানা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। প্রায় প্রতিদিন উপজেলার বিভিন্ন স্পষ্টে দিনরাত অভিযান পরিচালনা করে যাচ্ছে পুলিশ প্রসাশন, গতকাল ৫০০ গ্রাম গাজা সহ ২ মাদক কারবারি কে ২ বছরের কারাদণ্ডাদেশ ও জরিমানা দিয়ে জেলহাজতে প্রেরণ করেছে তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস।ময়মনসিংহ জেলার ডিবি পুলিশের নেতৃত্বে রাজদারিকেল হতে আরো ২ জন মাদক সম্রাট কে ৫০০ পিছ ইয়াবা সহ আটক করে জেল হাজতে প্রেরণ করেছে।
আজ ০৪/১২/২০২০ তারিখ তারাকান্দা থানায় আটককৃত মমরুজ আলীকে বিচারের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।তারাকান্দা থানায় মাদকের বিরুদ্ধে চিরুনী অভিযানের খবরে এলাকাবাসী সহ সচেতন অভিভাবকগণ ভিষণ খুশি বলে জানা যায়।