সুনামগঞ্জের ছাতকে চরেরবন্দ স্টুডেন্ট ফোরামের উদ্যোগে ২০১৯ সালে অনুষ্ঠিত পি,ই,সি ও জে,এস,সি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুৃষ্ঠানে ঢাকা উত্তরা বিশ্ববিদ্যালয় প্রভাষক মোহাম্মদ রাজন মিয়া প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। চরেরবন্দ স্টুডেন্ট ফোরামের সভাপতি তানভীর অাহমদ জাকির এর সভাপতিত্বে ও সহ-সভাপতি ইমরান হোসেন শুভ’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চরেরবন্দ পৌর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক অাহমদ, মাওলানা মো. অাব্দুল হক।
০৪ জানুয়ারী শনিবার সকাল ১১ ঘটিকায় চরেরবন্দ পৌর প্রাথমিক বিদ্যালয় শ্রেণীকক্ষে অনুষ্ঠিত সংবর্ধনা অনুৃষ্ঠানের শুরুতে পবিত্র কোরঅান তেলাওয়াত ও ইসলামী সংগীত পরিবেশন করেন একতা শিল্পী গোষ্ঠী ছাতক এর পরিচালক ক্বারী ইমরান হোসেন, স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম সাধারন সম্পাদক রিহাত অালম নাঈম, সংবর্ধনা অনুষ্ঠানে অারো উপস্হিত ছিলেন চরেরবন্দ পৌর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা স্বপ্না রানী ভট্রাচার্য, অাম্বিয়া বেগম, অায়েশা বেগম, ছাতক দোয়ারা ছাত্র পরিষদ সিলেট এর সভাপতি ছাত্রলীগ নেতা রবিউল অালম রাজ্জাক, ছাতক বাজার ডটকম অনলাইন পত্রিকার ছাতক শহর প্রতিনিধি অমিত অাচার্য্য, সংগঠনের প্রচার সম্পাদক কুতুব অালী, প্রকাশনা সম্পাদক সারোয়ার ইসলাম বাবলু, সমাজসেবা সম্পাদক সজিব অাহমদ, শিপন অাহমদ, মিজানুর রহমান, আনোয়ার হোসেন সোহাগ, তানভীর অাহমদ, শিবলু মিয়া, রাজন, রাফি প্রমুখ।