English|Bangla আজ ১৮ই জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ, সোমবার সকাল ৬:৪৫
শিরোনাম
ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচন : মেয়র পদে ৭ জনের মনোনয়ন পত্র দাখিলপলাশবাড়ীতে অগ্নিনির্বাপক গ্যাস বিস্ফোরণে গুরুতর অাহত-১গাইবান্ধায় নির্বাচন পরবর্তী সংহিসতায় দু’টি মামলা দায়ের : আটক-৫রাণীনগরে ৩ জুয়ারীসহ আটক ৪রাণীনগরে ঘটনার ১৬ মাস পর হত্যা মামলালক্ষ্মীপুরে-পৌরসভা নির্বাচন:৬ মেয়র প্রার্থীসহ ৫৭ জনের মনোনয়নপত্র দাখিলনান্দাইলে”সমন্বিত বালাই ব্যবস্হাপনা (আইপিএম) এর মাধ্যমে গুনগতমানসম্পন্ন ও নিরাপদ শিম উৎপাদন”শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিতময়মনসিংহে উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিতসংবিধানের নির্দেশনায় ও আইনের আলোকে উপজেলা প্রশাসন পরিচালনার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিতপৌর নির্বাচনে কাউন্সিলর পদে প্রচারনায় এগিয়ে প্রতিশ্রুতিশীল সমাজসেবক পুলক পারভেজ

টিএডিসি এর বিজয় দিবস পালিত

মিজানুল হক, করিমগঞ্জ, কিশোরগঞ্জ::

৪৯তম মহান বিজয় দিবসে টিএডিসির পক্ষ থেকে সারাদিন ব্যাপি ছিল খেলার আয়োজন ও মুক্তিযোদ্ধের উপর আলোচনা সভা-

এই সময় মুক্তিযোগন স্মৃতিচারন করেন রণাঙ্গনে কিভাবে যোদ্ধ করেছেন – মুক্তিগন তরুন প্রজন্মকে আহবান জানান তোমার মুক্তিযোদ্ধের সঠিক ইতিহাস যেনে রাখো আমাদের কাছ থেকে।

এই সময় প্রধান অতিথির বক্তবে চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন যুবসমাজ কে মাদক এবং রাষ্ট্র বিরোধি কর্মকান্ড থেকে ভিরত রাখতে খেলাধুলার বিকল্প নাই – চেয়ারম্যান আরো বলেন উনি টামনী আকন্দ পাড়ার ১৮ জন মুক্তিযোদ্ধা নামে একটি স্তৃতি ফলক করার জন্য স্থায়ি সরকারের কাছে আবেদন করবেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিল জাতির শ্রেষ্ট সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ- উপস্থিত ছিলেন ২নং গুজাদিয়া ইউনিয়নের দুই বারের নির্বাচিত সফল চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রফিক।

উক্ত অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন টামনী আকন্দ পাড়ার কৃতি সন্তান নাভানা ফার্মাসিটিক্যালের সাবেক জি এম এবং চিপ কেমিস্ট আঃ রউফ, গুজাদিয়া আঃ হেকিমঃ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সিনিয়ার শিক্ষক হাবিবুর রহমান, টামনী আকন্দ পাড়ার মুরুব্বি আঃ মোতালিব (সাবেক ব্যাংক কর্মকর্তা) প্রমুখসহ এলাকার মুরুব্বি ও তরুন প্রজন্মের লোকজন।

উক্ত অনুষ্ঠান উপস্থাপন করেন মুনসুর আলাম গুজাদিয়া ইউনিয়ন আওয়ামীললীগ এর সহ সভাপতি।

উক্ত খেলা পরিচালনা করেন মোঃ জহিরুল ইসলাম সিনিয়ার শিক্ষক কিশোরগঞ্জ আইডিয়াল স্কুল এন্ড কলেজ।

টামনী আকন্দ পাড়া ডেভেলপমেন্ট ক্লাবের পক্ষ থেকে দৈনিক একাত্তর জার্নাল নিউজকে জানান এসব কর্মকান্ড আব্যহত থাকবে।

সংবাদ সম্পর্কে আপনার মতামত দিন
তুমি এটাও পছন্দ করতে পারো