মোঃ আবুল কালাম জাকারিয়া, সুনামগঞ্জ (জামালগঞ্জ) প্রতিনিধি-::
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় সমাপনী পরীক্ষা-২০১৯-এ শিক্ষার্থীদের চূড়ান্ত প্রস্তুতি এবং ২০১৮-এর সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের শুভেচ্ছা স্মারক প্রদান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে জামালগঞ্জ কিন্ডারগার্টেন এন্ড জুনিয়র উচ্চ বিদ্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ কিন্ডারগার্টনের অধ্যক্ষ জরিনা আক্তার বীনা।
সিনিয়র সহকারী শিক্ষক মোহাম্মদ আলী আমজাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেব ক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কিন্ডারগার্টনের সভাপতি প্রিয়াংকা পাল। বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মোহাম্মদ আলী আককাছ মুরাদ।
অন্যদের মাঝে বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য সাবিহা জাহান, পরিচালনা কমিটির সদস্য আল আমীন, শিবনা আক্তার, সিনিয়র সহকারী শিক্ষক শারমীন আক্তার। কৃতি ছাত্রছাত্রীদর পক্ষে বক্তব্য দেন মিসকাতুল মাহজাবিন আদিবা এবং ৩য় শ্রেণির ছাত্রী শিল্পা ভৌমিক ঐশী। অনুষ্ঠানে ১৫ জন কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও শুভছা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।