সুজন তালুকদার
ছাতকের ছৈলা-আফজালাবাদ ইউনিয়ন পরিষদে ১১ ডিসেম্বর বুধবার সকাল ১১ টায় পরিষদ কার্যালয়ের হল রুমে শীতার্থ, দরিদ্র ও অতিদরিদ্র ৪৬০ টি পরিবারের মধ্যে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা আওয়ামীগের যুগ্ম আহ্বায়ক ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ।
এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব বকুল মালাকার, ইউপি সদস্য দিদার আলম,জহির আলী,আব্দুল মতিন, নোয়াব আলী, মিলন ধর, ইউপি সদস্যা রুনা বেগম,চন্দ মালা,আছমা আক্তার রিমা, আওয়ামীলীগ নেতা আব্দুল আলী, শফিক মিয়া, যুবলীগ নেতা শামীম আহমদ, শাহজাহান,বাদশা মিয়া,বিজয় ধর,আশিক মিয়া, কয়ছর আহমদ,ছাত্রলীগ নেতা খাইরুল ইসলাম আশা, শ্যামল, সুমন,জুনেদ,
উদ্যোগতা নুরুল হক, সামছুদ্দিন,গ্রাম পুলিশসহ গান্যমান্য ব্যাক্তিবর্গ।