সৈয়দ আক্কাস উদদীনঃ
সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়ন কক্সবাজার চট্টগ্রামের মহাসড়কের মাঝখানে হওয়ার সুবাদে মাদক ব্যবসায়ীদের জন্য ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহৃত হয় বলে জানান, ছদাহা ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামীলীলীগের সেক্রেটারী জনাব এম মন্জুর আলম।
তিনি বলেন স্থানীয় গুটিকয়েক বখাটের হাত ধরে পুরো ছদাহায় মাদক প্রবেশ করতে যাচ্ছে,তবে প্রশাসনের কড়া নজরদারীতে তাদের মিশন তেমন একটা সহজ হচ্ছেনা বলে জানান বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামীলীগনেতা এম মন্জুর।
প্রশাসনের যে নজরদারী এবং জিরোটলারেন্স মাদকের বিরুদ্বে তার সাথে এলাকাবাসীকে ও সচেতন থাকার আহবান জানান,তরুন এই নেতা।
গনমাধ্যমে তার দেয়া বক্তব্যে বলেন ছদাহার ০৫নং ওয়ার্ডের আজাম পাড়া টু কাজীরখীল সড়কের যাতায়াত সুবিধাকে কাজে লাগিয়ে গড়ে ওঠছে মাদক ব্যবসা।
অবশ্যই চিহ্নিতদের বিরুদ্বে পুলিশ ইতিমধ্যে এ্যাকশন শুরু করে দিলো।
তিনি আরো বলেন, এই জনপদের সাংসদ নদভী মহোদয় এই মাদকের বিরুদ্বে কঠোর নির্দেশনা দিয়েছেন স্থানীয় প্রশাসনকে।।