English|Bangla আজ ৭ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ, রবিবার বিকাল ৫:১৭
শিরোনাম
র‍্যাব-১, গাজীপুরের টঙ্গী বাজার এলাকা হতে ৩৪৫ বোতল চোলাইমদসহ ১জন গ্রেফতার।নওগাঁয় মুজিব শতবর্ষে শতবলের ক্রিকেট টুর্নামেন্টের চ’ড়ান্ত খেলায় জেলা প্রশাসন একাদশ ১০১ রানে বিজয়ীকুড়িগ্রামে ৪০দিনের কর্মসূচীর টাকা ফেরত; আইনানুগ ব্যবস্থার দাবী বঞ্চিতদেরগাইবান্ধা প্রেসক্লাবের বার্ষিক প্রীতি সম্মিলন অনুষ্ঠিতকুড়িগ্রাম সদরে হা-ডু-ডু ফাইনাল খেলা অনুষ্ঠিতমুক্তাগাছায় ইউনিয়ন পরিষদ, নির্বাচন উপলক্ষে উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত।মানব সেবার উপরে কোন ইবাদত নেই- আলহাজ্ব ইদ্রিস মিয়ারাণীনগরে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে ডিজিটাল ম্যারাথন অনুষ্ঠিতপাথরঘাটায় মেয়েকে উত্যক্ত করার প্রতিবাদ করায় বখাটের ছুরির আঘাতে রক্তাক্ত মা,বখাটে আটক।কুড়িগ্রামে কবরস্হান বৃদ্ধির উপলক্ষে ৩য় বার্ষিক ওয়াজ মাহফিল: প্রধান অতিথি যুক্তিবাদী

চেতনা আম্লানে বিভাগীয় কমিশনার ও ডিসি অনুপস্থিত

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ : পুলিশ লাইন্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতি চেতনা অম্লানে শ্রদ্ধা নিবেদনে বিভাগীয় কমিশনার ও ডিসি অনুপস্থিত। ফলে নানা আলোচনা, সমালোচনা শুরু হয়েছে শহরবাসীর মধ্যে।

পুলিশ লাইন্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, ডিআইজি, এডিশনাল ডিআইজি, সিটি কর্পোরেশনের মেয়র, এসপি, জেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ ১৬ ডিসেম্বর ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। এর আগে ব্রীজ মোড় স্মৃতি সৌধে শ্রদ্ধা নিবেদন করেন।

পুলিশ লাইন্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতি চেতনা অম্লানে শ্রদ্ধা নিবেদন করতে অনুপস্থিত দেখা যায় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে। মুহুর্তের মধ্যে সমালোচনা ছড়িয়ে পড়ে। পুলিশ লাইন্সে চেতনা অম্লানে শ্রদ্ধা নিবেদনের আগে উপস্থিত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেন, জেলা প্রশাসককে আসতে বলেছি। তারপরও তিনি অনুপস্থিত! অনেকের মতে তাদের আসা উচিত ছিল।

যেখানে প্রতিমন্ত্রী আসলেন সেখানে কেন এই দুই কমকতা আসলেন না তা জনমনে প্রশ্নবিদ্ধ হয়েছে। এছাড়াও জেলা পুলিশের মাঝে মর্মভেদী দেখা দিয়েছে। এ নিয়ে মুহুর্তের মধ্যে চাপা গুঞ্জন বইতে শুরু হয়েছে। শহরের সচেতন মহল ও সুশীল সমাজ তাদের অনুপস্থিত রহস্যের চোখে দেখছেন।

সংবাদ সম্পর্কে আপনার মতামত দিন
তুমি এটাও পছন্দ করতে পারো