‘ভালো’ মুখে বললেতো আর ভালো করা যায় না, প্র্যাক্টিকেলি ভালোটা দেখাতে হয়- সেটি হয়তো প্রোটিয়ারা ভুলে গেছেন। কারণ বছরটা তাদের একদমই ভালো যায়নি। সেঞ্চুরিয়ানে ইংল্যান্ডের বিপক্ষে বছরের শেষ টেস্ট্ ম্যাচটি খেলতে নামে দক্ষিণ আফ্রিকা। মাঠে নামার আগে দলগতভাবে খারাপ যাওয়া বছরটি শেষ টেস্ট ম্যাচটি জিতে ভালোভাবে পার করার আশাব্যাক্ত করেন দলের নতুন কোচ মার্ক বাউচারসহ ক্রিকেটাররা।
কিন্তু ব্যাট করতে নেমে- কথার সাথে কাজের মিল পাওয়া যাচ্ছে না প্রোটিয়াদের। সেঞ্চুরিয়ান সুপার স্পোর্ট পার্কে টস হেরে আগে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের বোলিং তোপে পড়েছে ডু প্লেসিস বাহিনী। ১১১ রান তুলতেই নেই প্রথম সারির ৫ ব্যাটসম্যান। ডিন এলগার ০, অ্যাইডেন মার্করাম ২০, জুবায়ের হামজা ৩৯, ডু প্লেসিস ২৯ ও রাসি ভ্যান ডার দুসেন ৬ রানে ফিরেছেন। দলকে একাই হাল ধরেন কুইন্টন ডি কক। ৯৫ রান করে সাম কারানের শিখার হয়ে ফেরেন সেঞ্চুরির আক্ষেপ নিয়েই। ড্যুয়েন পেটারিয়াস ৩৩, রাবাদা ১২. কেশভ মেহরাজ ৬ রানে ফিরেন। ২৮ রান নিয়ে অপরাজিত আছেন ভ্যারন ফিল্যান্ডার। ৯ উইকেট হারিয়ে ২৭৭ রানে প্রথম দিনে শেষ করে প্রোটিয়ারা।
সাম কারান ৪টি, স্টুয়ার্ট ব্রড ৩টি, জেমস অ্যান্ডারসন এবং জোফরা আর্চার একটি করে উইকেট নেন।