English|Bangla আজ ৯ই ডিসেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার রাত ৮:২৭
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৩ জন

ফেরদৌস সিহানুক শান্ত চাঁপাইনবাবগঞ্জঃ

 

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১জন নিহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন আরও ৩জন। ৩জনকেই রাজশাহী সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
আজ মঙ্গলবার বিকেল ৫টা ৩০মিনিটে নাচোল উপজেলার সোনাইচন্ডী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, গাংগোরীয়া হাট হতে ছাগল ক্রয় করে নাচোল থানার উদ্দশ্যে রওনা হয় ভুটভুটি গাড়িটি। সোনাইচন্ডি নামক স্থানে আসলে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়, এসময় ড্রাইভার নিয়ন্ত্রণ হারালে ভুটভুটিটি থেকে ছিটকে পড়ে যায় কয়েকজন যাত্রী। ঘটনাস্থলে ১.আজিজুল ইসলাম (৫০) পিতা মৃত আবু সায়েদ, সাং আঝোর, ২. মাইনুল ইসলাম (৫২) পিতা মোঃ কলিমুদ্দিন, সাং আঝোর, ৩. মোঃ করিম (৩৫) পিতা মোঃ গোফুর, সাং গোলাবাড়ি, উভয় থানা নাচোল, জেলা চাঁপাইনবাগঞ্জ, ৪. ড্রাইভার মাহাব্বুর রহমান (২৫) পিতাঃ মফিকুল ইসলাম, সাং কাঠিয়াপাড়া, থানা গোমস্তাপুর, জেলা চাঁপাইনবাবঞ্জ, আহত হলে স্বানীয় লোকজন গোমস্তাপুর ফায়ার সার্ভিসকে জানায়। তাৎক্ষনিক ফায়ার সার্ভিস কর্মীরা দুর্ঘটনায় কবলিত আহতদের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আজিজুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত ৩জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা দুর্ঘটনায় নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদ সম্পর্কে আপনার মতামত দিন
তুমি এটাও পছন্দ করতে পারো