English|Bangla আজ ১৮ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ, রবিবার বিকাল ৩:২৮
শিরোনাম

চলে গেলেন ময়মনসিংহের প্রবীন আইনজীবী ও সকলের অভিভাবক এডভোকেট আনিসুর রহমান খান,সর্বত্র শোকের ছায়া।

স্টাফ রিপোর্টার : নীহার বকুল

ময়মনসিংহ নাগরিক আন্দোলন সভাপতি, ময়মনসিংহ ‘ল’ কলেজের সাবেক অধ্যক্ষ, ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতি র সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ ময়মনসিংহ জেলার উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রবীণ আইনজীবি আনিসুর রহমান খান আর নেই।

আজ বুধবার বিকাল পৌনে পাঁচটায় তিনি নিজ বাড়িতে আকস্মিক হৃদক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।
( ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন।)

আগামীকাল বৃহস্পতিবার বাদ যোহর ময়মনসিংহ আঞ্জুমান ঈদগাহ ময়দানে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৬ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে সকলের কাছে দোয়া কামনা করেছেন ময়মনসিংহ জেলার সকল শ্রেণী পেশার জনসাধারণ।

ময়মনসিংহ নাগরিক আন্দোলনের মাধ্যমে তিনি সিটি কর্পোরেশন,ময়মনসিংহ বিভাগ আদায়, জেলার সার্বিক উন্নয়ন, নদনদী, পরিবেশ, শিল্প সাহিত্য সংস্কৃতির উন্নয়নে আমৃত্যু কাজ করে গেছেন। তার অবদান ময়মনসিংহের সকল নাগরিক আজীবন মনে রাখবে।অভিভাবক তুল্য এ মহান মানুষের মৃত্যুর সংবাদে সমগ্র জেলায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদ সম্পর্কে আপনার মতামত দিন
তুমি এটাও পছন্দ করতে পারো