এইচ এম আরিফ দুলারহাট প্রতিনিধিঃ
ভোলা জেলার চরফ্যাসন উপজেলার দুলারহাট থানার চরযমুনা সেবা সমিতির নব গঠিত কমিটির পক্ষ থেকে সমিতির প্রত্যেক সদস্যকে টাকা বিতরন।
জানাযায়,১৯৮২ সালে চরযমুনা সেবা সমিতি গঠিত হয়। ২০১৯ সালে নির্বাচিত চর যমুনা সেবা সমিতির নবগঠিত কমিটির উদ্যোগে (১২ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার) দুপুর ১২টার দিকে ১০০০ টাকা করে
সমিতির জমাকৃত টাকা সদস্যদের মধ্যে বিতরন করা হয়।
সমিতির সদস্যরা বলেন, দীর্ঘ ৩৭ বছর পর সেবা সমিতির নতুন কমিটি হওয়াতে এই প্রথমবারের মতো আমরা টাকা পেয়েছি এতে আমরা আনন্দিত।
টাকা বিতরন কালে উপস্থিত ছিলেন,
চরযমুনা সেবা সমিতির সাবেক আহ্বায়ক নীলকমল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান মোঃআলমগীর হাওলাদার নবনির্বাচিত সভাপতি মোঃ কাজল, সাধারন সম্পাদক আবুতাহের, কোষাধ্যক্ষ মোঃ জাফর ও সমিতির নির্বাচিত সদস্যসহ সমিতির অন্তর্ভুক্ত সদস্যবৃন্দ।