English|Bangla আজ ১লা আগস্ট, ২০২১ খ্রিস্টাব্দ, রবিবার সন্ধ্যা ৬:৩২
শিরোনাম
পত্নীতলায় প্রধানমন্ত্রীর উপহার শিশু খাদ্য বিতরণসাপাহারে ভুয়া কবিরাজের চিকিৎসায় হাত হারাতে বসেছে সাত বছরের শিশু!পলাশবাড়ীতে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতনাগেশ্বরী কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন মোহাম্মদ অাব্দুল অাউয়ালকুড়িগ্রামে মোবাইলে অনলাইনে গেম খেলায় ১১ শিক্ষার্থী আটক- মুচলেকায় অভিভাবকের কাছে হস্তান্তরডিসিসিআই’র আয়োজনে ” সাস্টেইনএবল রিভার ড্রেজিং: চ‍্যালেঞ্জেস এন্ড ওয়ে ফরওয়ার্ড ” শীর্ষক অনলাইন আলোচনা সভায় নৌ প্রতিমন্ত্রীখানসামায় লকডাউন বাস্তবায়নে চলছে এসিল্যান্ড এর বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ অভিযানচাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ১, শনাক্ত ২৭বান্দরবানে টানা বর্ষণে পানিবন্দী মানুষের মাঝে খাবার পৌঁছে দিল সেনাবাহিনীচট্রগ্রাম নগরীর আগ্রাবাদে নারী ছিনতাইকারী গ্রেফতার

চরফ্যাসন পৌর আওয়ামীলীগের অভিষেক অনুষ্ঠিত

সোহেব চৌধুরী ভোলা থেকে:
বাংলাদেশ আওয়ামীলীগ চরফ্যাসন পৌরসভা শাখার নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠীত হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টায় চরফ্যাসন উপজেলা আ’লীগ কার্যালয়ে সাংগঠনিক এই নতুন কমিটিতে যারা আছেন তাদেরকে মাননীয় সংসদ সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও চরফ্যাশন উপজেলা আওয়ামীলীগের নব নির্বাচিত সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব স্বাক্ষরিত বিভিন্ন পদপদবির নেতাদের নামে ইস্যুকৃত পত্র তুলে দেয়া হয়।

এমপি জ্যাকব প্রেরিত চিঠিতে নতুন কমিটির নেতা কর্মিদের সম্মানিত সদস্যরা সততা নিষ্ঠা ও বিশ্বস্থতার সাথে অর্পিত দায়িত্ব পালন করে সংগঠনকে আরো গতিশীল রাখতে সক্রিয় ভূমিকা রাখার আহবান জানান।

আগামী ৩ বছরের জন্য এ কমিটি ঘোষনা করা হয়েছে। উল্লেখ্য, গত ১ নভেম্বর ব্রজগোপাল টাউন হলে পৌরসভা আওয়ামীলীগের ত্রী- বার্ষিক সম্মেলন অনুষ্ঠীত হয়। পৌর-আওয়ামীলীগের ৬৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠীত হয়।

চরফ্যাসন পৌরসভা আ’লীগের সভাপতি বাদল কৃষ্ণ দেবনাথ সভার সভাপতিত্ব করেন। এসময় পৌর আওয়া’মীলীগের সাধারন সম্পাদক মনির আহম্মেদ শুভ্র নতুন কমিটির সদস্যদের নাম ঘোষনা করে তাদের হাতে পত্র তুলে দেন।

অনুষ্ঠান শেষে নবনির্বাচিত সভাপতি ও সম্পাদককে সদস্যরা ফুলেল শুভেচ্ছা জানান।

সংবাদ সম্পর্কে আপনার মতামত দিন
তুমি এটাও পছন্দ করতে পারো