গাইবান্ধার সাদুল্লাপুরে বৃদ্ধদের গায়ে কম্বল তুলে দিলেন তরুণরা
আল কাদরি কিবরিয়া সবুজ (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার শীতার্ত বৃৃদ্ধ-বৃদ্ধাদের গায়ে কম্বল তুলে দিলেন একদল তরুণ। শনিবার (৪ জানুয়ারি) দুপুরে সাদুল্লাপুর উপজেলার পশ্চিম দামোদরপুর মাস্টারপাড়া তরুণ সংঘের উদ্যোগে এই কম্বল বিতরণ করা হয়। পশ্চিম দামোদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুপার মাওলানা আব্দুল হামিদ।
এতে বক্তব্য রাখেন দামোদরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এজেডএম সাজেদুল ইসলাম স্বাধীন, দামোদরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, সাবেক ইউপি সদস্য মোজাম্মেল হক সরকার মোজা, মাওলানা শহিদুল ইসলাম, পশ্চিম দামোদরপুর মাস্টারপাড়া তরুণ সংঘের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, কোষাধ্যক্ষ আরিফ হোসেন প্রমুখ।