কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুরে পত্রিকা বিলিকারি সমির দাস এক পরিচিত মুখ। পুরান এক সাইকেলে চেপে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পত্রিকা বিলি করা যার পেশা ও নেশা। সমির দেশ-বিদেশের সংবাদ সকলের ঘরে ঘরে পৌঁছে দিলেও এখন তার নিজের ঘরে চিকিৎসার অভাবে স্ত্রী মমতা রানী আজ তিলে তিলে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে।
অর্থের অভাবে সমিরের স্ত্রীর চিকিৎসা করাতে পারছে না। কোটচাঁদপুর উপজেলার তালসার গ্রামের সুভাস চন্দ্র দাসের পুত্র সমির কুমার দাস সংবাদ পত্র বিলি করে সংসার চালায় সংসারে তার ছোট দুইটা সন্তান রয়েছে। এক ছেলে ও এক মেয়ে। স্ত্রী অসুস্থতার কারণে বর্তমানে তার সংসারে নেমে এসেছে অন্ধকার।
স্ত্রী মমতা রানীর পিও থলিতে পাথর ধরা পড়েছে। এছাড়াও তার শ্বাসনালীতে বা খাদ্য নালিতে টিউমার থাকতে পারে বলে চিকিৎসকরা ধারণা করছেন। তবে এজন্য বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পরীক্ষা-নিরীক্ষার জন্য পরামর্শ দিয়েছেন।
কিন্তু সমির অর্থের অভাবে সে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে যেতে পারছেন না। কিনতে পারছে না প্রয়োজনীয় ঔষধ। এ অবস্থায় বিনা চিকিৎসায় বাড়িতে পড়ে আছে সমিরের স্ত্রী। সে স্ত্রীর চিকিৎসার জন্য সমাজের দানশীল ব্যক্তিদের কাছে আর্থিক সহযোগিতা কামনা করছে।
সাহায্য পাঠানোর ঠিকনা। সুমির দাসের বিকাশ নং-০১৯৪৮৯৭১১৭২