এম এ মাজেদঃ
মঙ্গলবার বিকালে সবুজ আন্দোলন ছাত্রফ্রন্ট কুমিল্লা জেলা শাখার উদ্যোগে জলবায়ু সংকট মোকাবেলায় করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন বিন নুরুের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক মোঃ রাশেদুল হাসান শামীম, আইসিটি বিশারদ জাহাঙ্গীর আলম, ছাত্রফ্রন্ট কুমিল্লা মহানগরের সমন্বয়কারী মোঃতারেক হোসেন, বিভিন্ন ক্যাম্পাসের সমন্বয়কারীসহ অনেকে।
সভাপতি তার বক্তব্যে বলেন জলবায়ু সমস্যা এখন সংকট দেখে দিয়েছে। আমরা ক্ষতিগ্রস্ত রাষ্ট্র হিসেবে শিল্পোন্নত দায়ী রাষ্ট্রের কাছে ক্ষতিপূরন দাবী করছি। আমরা কুমিল্লা জেলায় বৃক্ষরোপন কর্মসূচি, বিভিন্ন স্কুল, কলেজ,মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে সভা, সেমিনার আয়োজন করছি।
বায়ু দূষণ রোধে সপ্তাহে একবার পানি দিয়ে ধোঁয়া ব্যবস্থা করার দাবীও জানান তিনি।