মিজানুল হক, করিমগঞ্জ, কিশোরগঞ্জ::
করোনার প্রকোপ বাড়ায়, জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে পুরো বাংলাদেশের ৪৯২ টি উপজেলায় স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশিত কোভিড-১৯ সচেতনতামূলক বার্তা প্রচার করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ৬৮ টি ইউনিট। এরি পরিপ্রেক্ষিতে বিগত ৫ ই এপ্রিল থেকে জেলা শহরে এবং ৬ ই এপ্রিল হতে কিশোরগঞ্জের ১৩ উপজেলায় একযোগে ৫ দিন ব্যাপী মাইকিং কর্মসূচী চলমান রয়েছে। উক্ত কার্যক্রম বাস্তবায়নে কিশোরগঞ্জ জেলা রেড ক্রিসেন্টের উপজেলা যুব রেড ক্রিসেন্ট দল প্রশংসনীয় ভূমিকা পালন করছে।
মাইকিং কার্যক্রমের সাথে সাথে কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রমে প্রাথমিকভাবে ১২৭ জন স্বেচ্ছাসেবক কাজ শুরু করলেও বর্তমানে দেড় শতাধিক স্বেচ্ছাসেবক উক্ত কার্যক্রম বাস্তবায়নে রোটেশন করে কাজ করে যাচ্ছে।
সরকারের সহযোগী প্রতিষ্টান হিসেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সকল দূর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে কাজ করে যাচ্ছে।