মিজানুল হক, করিমগঞ্জ, কিশোরগঞ্জ::
কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলায় করোনা সংক্রমন প্রতিরোধে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিকল্পে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছেl
ভারপ্রাপ্ত ইউএনও এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ আমজাদ হোসেন এর নেতৃত্বে উপজেলার বাসস্ট্যান্ড এবং কিশোরগঞ্জ -ভৈরব আঞ্চলিক মহাসড়কে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় মাস্ক না পরা এবং স্বাস্থ্যবিধি প্রতিপালন না করার দায়ে ১০টি মামলা করে ৪১০০/- টাকা অর্থদন্ড করা হয়েছে।
কটিয়াদী মডেল থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে সহায়তা করেন।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি ও মাস্ক পরিধান নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।