রতন দে,কালকিনিঃ
বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে, ১৯৭১ সালের এ দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দোসর রাজাকার আলবদর, আল শামস মিলিতভাবে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে।
দিবসটি উপলক্ষে কালকিনি উপজেলা আওয়ামীলীগসহ সকল সহযোগি সংগঠনের আয়োজনে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মহিলা সংরক্ষিত আসনের এমপি অধ্যাপিকা তাহমিনা বেগম সকাল ৮টায় কালকিনি শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ,র্্যালী ও আলোচনা করেন।
এ সময় উপস্হিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কাজী হেমায়েতউদ্দিন হিমু,উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারন সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মীর মামুন অর রশিদ,যুগ্ম-সাধারন সম্পাদক সরদার মোঃ লোকমান হোসেন,পৌরআওয়ামীলীগের সভাপতি এড.আবুল বাশার, সাধারণ সম্পাদক ও পৌর-মেয়র এনায়েত হোসেন, বীরমুক্তিযোদ্ধা মালেকুজ্জুমান মালেক,জেলা পরিষদের মহিলা সদস্য সারমিন জাহান,উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক সরদার,কৃষকলীগ নেতা মোশারেফ সিকদার,সাবেক ভাইস চেয়ারম্যান কাজী নাসরিন,
উপজেলা আওয়ামীগের মহিলা সম্পাদিকা লুবনা আক্তার শম্পা, পৌরআওয়ামীলীগের মহিলা সম্পাদিকা চায়না খানম, মহিলা নেত্রী কহিনুর বেগম, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফরিদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান বাকামিন খান, সাধারণ সম্পাদক শাহীন ফকিরসহ সকল সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।